টুকরো খবর
বামেদের আটকাতে জোটে বোর্ড
দুই কংগ্রেস কাউন্সিলরকে সঙ্গে নিয়ে মালবাজার পুরসভার বোর্ড গড়ার প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। গত ২২ নভেম্বর মালবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের যুথিকা বসুর জয়ী হওয়ার পরে পুরবোর্ডের সমীকরণ বদলায়। ১৫ ওয়ার্ডের পুরসভায় বাম দখলে ৭টি ওয়ার্ড। উপনির্বাচনের ফল প্রকাশের দিনেই কলকাতায় গিয়ে মালবাজারের টাউন কংগ্রেস সভাপতি সুলেখা ঘোষ আর এক কাউন্সিলরকে নিয়ে তৃণমূলে যোগ দেন। যার ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে ৬ ও কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা কমে হয় ২। গত সোমবার ৬ জন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কংগ্রেসের ২ কাউন্সিলর কুন্দন লোহার ও লীনা দেবী প্রসাদ বোর্ডের সভা ডাকতে দাবি করায়, জোট হচ্ছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার কুন্দন লোহার বলেন, “কংগ্রেসে থেকে তৃণমূলের সঙ্গে জোটে সম্মত হয়েছি। বাম-বিরোধী মালবাজার পুরবোর্ড গড়তেই এই সিদ্ধান্ত।” তবে পুরবোর্ডে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের প্রশ্নে সিদ্ধান্ত হয়নি জানিয়ে কাউন্সিলররা ব্যক্তিগত ভাবে জোট করতে চলেছেন বলে অভিযোগ করেন মালবাজারের টাউন কংগ্রেস সভাপতি মিঠু মুখোপাধ্যায়। কেন এবং কী পরিপ্রেক্ষিতে দলের কাউন্সিলররা জোট করতে চলেছেন তার কারণ জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু।

বকেয়া, নিষ্প্রদীপ রেঞ্জ অফিস

সন্ধ্যায় লাটাগুড়ি রেঞ্জ অফিসের চেনা ছবি এখন এটাই। ছবি: দীপঙ্কর ঘটক।
বিদ্যুতের বিল বকেয়া থাকায় বন দফতরের লাটাগুড়ির রেঞ্জ অফিসের বিদ্যুত্‌ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিদ্যুত না থাকায় স্বাভাবিক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন বনকর্মীরা। বিদ্যুত্‌ পর্ষদ সূত্রে জানা গিয়েছে, লাটাগুড়ির রেঞ্জ অফিসে প্রায় সাড়ে চার লক্ষ টাকার বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বিল না মেটানোয় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিদ্যুত সরকার জানান ভুল মিটার রিডিঙের কারণে সমস্যার সূত্রপাত বলে তিনি অভিযোগ করেন। মাসচারেক আগে প্রায় সাড়ে চার লক্ষ টাকা বিল একসঙ্গে পাঠানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, “কয়েক দফায় বিল মেটানো যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে।” বিদ্যুত্‌ বন্টন নিগমের উত্তরবঙ্গের জেনারেল ম্যানেজার অশোক সিংহ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে রফা সূত্র বের করার চেষ্টা করা হবে। রেঞ্জ অফিসে বিদ্যুত্‌ না থাকায় পর্যটকদের জঙ্গল সাফারির টিকিট দিতে সমস্যা হচ্ছে বলে বনকর্মীরা অভিযোগ করেছেন।

সভাপতি হলেন মন্ত্রী
বেঙ্গল টিটি অ্যাসোসিয়েশন সভাপতি হলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। মঙ্গলবার বিটিটিএ’র প্রাক্তন সম্পাদক সুব্রত দে, অন্যতম সহসভাপতি কমলেশ চট্টোপাধ্যায়-সহ এক প্রতিনিধিল কলকাতা ট্রাম কর্পোরেশনের অফিসে তাঁর দফতরে গিয়ে দেখা করেন। তাঁকে অভিনন্দন জানান। বর্তমানে দুটি সংস্থা স্বীকৃত। ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস সংস্থা এবং নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন। ওই দুইটি সংস্থাকে টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়া অনুমোদন দেওয়ার পর কার্যত গুরুত্ব হারায় বিটিটিএ। ক্রীড়া মন্ত্রী সংস্থার সভাপতি হওয়ায় এ বার তারা নতুন আশার আলো দেখছে। নতুন সভাপতি মদনবাবুকে অভিনন্দন জানান শিলিগুড়ির বাসিন্দা বিটিটিএ অন্যতম সহ-সভাপতি কুন্তল গোস্বামী।

দিল্লিতে রোশন
দিল্লিতে বিজেপি নেতা রাজনাথ সিংহে সঙ্গে দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাদারণ সম্পাদক রোশন গিরি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দাওয়া লামা। মঙ্গলবার বিজেপির সাংসদ যশোবন্ত সিংহের বাসভবনে মোর্চা নেতাদের সঙ্গে রাজনাথ সিংহের বৈঠক হয়েছে। মোর্চার তরফে অবশ্য এই বৈঠককে নিতান্ততই ‘সৌজন্য’ সাক্ষাত্‌কার বলে জানানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর ফের বৈঠক হবে বলে মোর্চার তরফে জানানো হয়েছে।

দুর্ঘটনায় জখম ৭
পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনা বাহিনীর ট্রাক পর পর তিনটি গাড়ি এবং একটি বাইকে ধাক্কা মারায় ৭ জন জখম হন। মঙ্গলবার বিকেলে কাশিয়াঙের রোহিণীতে ঘটনাটি ঘটে। উপর থেকে নিচে নামতে থাকা সেনা বাহিনীর ট্রাক রোহিণীর রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা তিনটি ছোট গাড়ি এবং একটি বাইককে ধাক্কা মারে। দার্জিলিং থেকে সুকনা যাচ্ছিল সেনা বাহিনীর ট্রাকটি।

সারদা: আর্জি খারিজ
সারদা কাণ্ডে অভিযুক্ত সোমনাথ দত্তের জামিনের আবেদন খারিজ করে দিল জলপাইগুড়ি জেলা আদালত। দেবযানী মুখোপাধ্যায়কেও আদালতে তোলা হয়। তাঁর তরফে অবশ্য জামিনের আবেদন করা হয়নি। ২৪ ডিসেম্বর ফের তাঁদের আদালতে হাজির করাতে বলেন বিচারক।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.