সারদা: চাপ বাড়াচ্ছে বামেরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি |
সারদা-কাণ্ডে রাজ্য সরকারের উপরে চাপ বাড়াতে জোড়া কৌশল নিল বামেরা। এক দিকে, সারদার প্রতারণায় ক্ষতিগ্রস্তদের ফোরাম কলকাতায় রাজ্যপালের দ্বারস্থ হল। রাজভবনে গিয়ে মঙ্গলবার ওই ফোরামের তরফে বাম নেতা ও শিক্ষাবিদদের একাংশ সারদা-কাণ্ডে সিবিআই তদন্তেরই দাবি জানালেন। অন্য দিকে, একই দাবি নিয়ে আজ, বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন বাম সাংসদেরা। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সংসদ চত্বরে ধর্নায় বসেছিল সিপিএম। তৃণমূল সাংসদরা আবার তার পাল্টা ধর্নায় বসেন সোমবার। তাঁদের দাবি, বাম আমলে বেআইনি আর্থিক সংস্থার রমরমার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের ভূমিকা খতিয়ে দেখা হোক। বামেরা এর পাল্টা বলছে, তা হলে সিবিআই তদন্তে রাজ্যের আপত্তি কেন? সেই কথাই আজ প্রধানমন্ত্রীকে বলবেন বাম সাংসদরা। ফোরামের প্রতিনিধিরা এ দিন রাজ্যপালের কাছে গিয়ে একই দাবি পেশ করেছেন। পরে বাম নেতা সুজন চক্রবর্তী, শিক্ষাবিদ সুনন্দ স্যানাল বলেন, “সারদা কাণ্ডে অপরাধের দিকটিও শ্যামল সেন কমিশন খতিয়ে দেখতে পারে কি না, তা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল।”
|
প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে তাঁর রুজু করা মামলার শুনানিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় নিজেই গরহাজির। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে মামলার শুনানি ছিল। কিন্তু মকুলবাবু বা তাঁর সাক্ষীরা আদালতে ছিলেন না। মুকুলবাবুর আইনজীবী অনিন্দ্য রাউত ম্যাজিস্ট্রেটকে জানান, সংসদের অধিবেশন চলছে। সেই জন্য তাঁর মক্কেল দিল্লিতে ব্যস্ত আছেন। ১০ জানুয়ারি পরবর্তী শুনানি। |