শিক্ষিকার টাকা ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার পেনশন-সহ কয়েক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে শ্রীরামপুরের নওগাঁ মোড়ের কাছে। দীপালি মুখোপাধ্যায় নামে ওই শিক্ষিকা পুলিশের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার রাত পর্যন্ত পুলিশ অবশ্য কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্তকারী এক অফিসার বলেন, “ওই শিক্ষিকার থেকে কেপমাররা টাকা নিয়ে নিয়েছে। দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। দু’জন জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে। ” দীপালিদেবী নওগাঁ ঘোষালপাড়ায় থাকেন। বোড়াই দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে বছর তিনেক আগে তিনি অবসর নেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে তিনি শ্রীরামপুর স্টেশনের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যান। টাকা তুলে ফেরার পথে ওই ঘটনা। দীপালিদেবীর আত্মীয় সুরজিৎ চট্টোপাধ্যায় বলেন, “দিদি পেনশন এবং অন্য বকেয়া মিলিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে রিকশায় ফিরছিলেন। টাকা, ব্যাঙ্কের পাশবই, পেনশনের বই একটি প্লাস্টিকের ব্যাগে ছিল। নওগাঁর মোড়ের কাছে দিদি রিক্শা থেকে নামতেই দুই যুবক মোটরবাইকে এসে তাঁর হাত থেকে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে বাইক চালিয়ে দিল্লি রোডের দিকে পালায়।”
|
শ্যামপুরে দুর্ঘটনায় মৃত ৪
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
ক্ষতিগ্রস্ত গাড়ি। মঙ্গলবার শ্যামপুরে তোলা নিজস্ব চিত্র। |
গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারায় মৃত্যু হল ৪ জনের। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে শ্যামপুরের গড়চুমুক হাটে। পুলিশ জানিয়েছে, মৃত চার জনের নাম জ্যোৎস্না পরামানিক (৭০), কণাদ মল্লিক (৩৫), তারাপদ সামুই (২৯) এবং বিশ্বজিৎ অধিকারী (২৫)। সকলেরই বাড়ি শ্যামপুরের বেলপুকুরের সুলতানপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে শ্যামপুর থেকে গাড়ি নিয়ে আট জন এসেছিলেন উলুবেড়িয়ায় রাস মেলা দেখতে। মেলা দেখে ফেরার পথে উলুবেড়িয়া-শ্যামপুর রোডে গড়চুমুক হাটের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিষ্টির দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জ্যোৎস্না পরামানিকের। আহত ৭ জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানেই মারা যান তারাপদ ও বিশ্বজিৎ। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়। পথেই মৃত্যু হয় কনাদবাবুর। বাকিদের কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দেহগুলি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাড়ির ধাক্কায় দোকানেরও ক্ষতি হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
|
বালি পাচারের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বেআইনি ভাবে বালি পাচারের অভিযোগে এক ব্যবসায়ী-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে ৪০০ সিএফটি বালি-সহ তিনটি ট্র্যাক্টর। মঙ্গলবার সকালে আরামবাগের রামনগর গ্রাম-সংলগ্ন দ্বারকেশ্বর নদী থেকে বেআইনি ভাবে বালি তুলে পাচার করার সময় এরা সকলে ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যবসায়ীর নাম শীতলচন্দ্র বেতাল। বাড়ি স্থানীয় রামনগর গ্রামে। অন্য দু’জনের নাম মনোরঞ্জন পাল এবং বিশ্বজিত খা।ঁ মনোরঞ্জনের বাড়ি আরামবাগের সালেপুরে এবং বিশ্বজিতের বাড়ি খানাকুলের পিলখাঁয়। বেআইনি বালির কারবার দীর্ঘ দিন ধরে চলছে এই এলাকায়।
|
নেলসন ম্যান্ডেলার স্মরণসভা |
দক্ষিণ আফ্রিকার প্রয়াত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্মরণসভা হয়ে গেল উদয়নারায়ণপুরে। ভবানীপুর উষানিকেতনে ‘অভিযান’ পত্রিকার উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রয়াত নেলসন ম্যান্ডেলার প্রতিকৃতিতে মাল্যদান, জীবনী নিয়ে আলোচনায় যোগদান করেন অনেকে। ছিল স্বরচিত কবিতা পাঠের আসর। |