দমদমের ‘ত্রাস’ রাজেশ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা |
ধরা পড়ল দমদমের কুখ্যাত দুষ্কৃতী রাজেশ নায়েক। সোমবার বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ কটক
|
রাজেশ নায়েক। |
থেকে ধরে তাকে। তার বিরুদ্ধে খুন, রাহাজানি, প্রমাণ লোপাট, তোলাবাজি, বেআইনি অস্ত্র রাখা-সহ ২৭টি মামলা আছে। পুলিশ জানায়, দু’বছর ধরে ফেরার ছিল রাজেশ। মঙ্গলবার আদালত তাকে ১১ দিনের পুলিশি হেফাজত দেয়। ওড়িশার আটঘরা গ্রামের ছেলে, দমদম পার্কের বাসিন্দা রাজেশ বছর কয়েকের মধ্যে হয়ে উঠেছিল এলাকার ত্রাস। বছর দুই আগে সে ওড়িশায় গা ঢাকা দেয়। অভিযোগ, সেখান থেকেই দমদমে নিজের ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করত সে। তোলাবাজির টাকা পৌঁছে যেত ওড়িশায়। বিধাননগর কমিশনারেটের পুলিশ আগে চার বার রাজেশকে ধরতে ওড়িশা গেলেও ব্যর্থ হয়। সম্প্রতি দমদম পার্কে ফুপা ও ডায়নস নামে দুই দুষ্কৃতী খুনেও রাজেশের নাম জড়ায়। এই ঘটনায় গ্রেফতার হয় রাজেশের বোন রাখি। অভিযোগ, রাখির মাধ্যমেই দমদমে দাপট কায়েম রেখেছিল রাজেশ। রঞ্জন ঢোল নামে রাজেশের এক সঙ্গীও ধরা পড়ে। রঞ্জনকে জিজ্ঞাসাবাদ করেই রাজেশকে ধরতে টোপ ফেলে পুলিশ। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষ বলেন, “দীর্ঘ দিন ধরে খোঁজার পরে অবশেষে ওড়িশা থেকে রাজেশকে ধরা হয়েছে।”
|
র্যাগিংয়ে অভিযুক্ত চিকিৎসক |
এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে পুলিশে র্যাগিংয়ের অভিযোগ দায়ের করলেন আর এক মহিলা চিকিৎসক। দু’জনেই কলকাতা মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। কাজ করেন একই ইউনিটে। অভিযোগকারিণী অর্পিতা দাস স্নাতকোত্তরের প্রথম বর্ষের। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই কৃতী অগ্রবাল রয়েছেন দ্বিতীয় বর্ষে। র্যাগিংয়ের অভিযোগ দায়েরের আগে অবশ্য গত ৬ ডিসেম্বর ৮টি ঘুমের ওষুধ খান অর্পিতা। তখন তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পরে অর্পিতা অভিযোগ করেন, কয়েক মাস ধরে কৃতী তাঁর উপরে মানসিক অত্যাচার চালাচ্ছেন যা র্যাগিংয়ের নামান্তর। সোমবার বৌবাজার থানায় লিখিত অভিযোগও করেন তিনি। গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ বলেন, “মেডিক্যালের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ হয়েছে। তাঁর নাম কৃতী অগ্রবাল। কর্তৃপক্ষকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি।” মেডিক্যালের ডিন অফ স্টুডেন্টস সুব্রত মুখোপাধ্যায় অবশ্য বলেন, “আমি অর্পিতা দাসকে চিনি না। এমন ঘটনা হয়েছে বলে জানি না।” রাত পর্যন্ত ফোন তোলেননি অধ্যক্ষ তপন লাহিড়ী। অভিযোগকারিণী মেডিক্যালের যে বিধুমুখী হস্টেলে থাকেন, তার প্রধান সুমিত্রা বসুঠাকুর শুধু বলেন, “সুপার শিখা বন্দ্যোপাধ্যায়, স্ত্রীরোগ বিভাগের প্রধান পার্থ মুখোপাধ্যায়, ত্বক বিভাগের প্রধান দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও আমাকে নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সকলের সঙ্গে কথা বলেছি। আশা করছি বুধবার রিপোর্ট দেওয়া যাবে।” স্বাস্থ্য দফতরের মুখপাত্র সুমন বিশ্বাসের কথায়, “ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত চলছে।”
|
ফের পিছিয়ে গেল চার্জ গঠন |
মাঠপুকুর-কাণ্ডের এক অভিযুক্ত আদালতে গরহাজির থাকায় মঙ্গলবার ফের পিছিয়ে গেল ওই মামলার চার্জ গঠন। গত এপ্রিলে মাঠপুকুরে এক ব্যক্তিকে খুনের অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর শম্ভু কাও-সহ ছয় অভিযুক্তকে এ দিন আলিপুরের এক নম্বর ফার্স্ট ট্র্যাক কোর্টে হাজির করা হয়। কিন্তু একমাত্র জামিনে মুক্ত দেবাশিস সরকার হাজির হননি। এ দিন বিচারক মীর রশিদ আলির এজলাসে দরখাস্ত পেশ করে দেবাশিসের প্রতিনিধিত্ব করেন তার আইনজীবী মৌসুমী দাস। তিনি জানান, তাঁর মক্কেল অসুস্থ থাকায় আসতে পারেননি। গরহাজির থেকে চার্জ গঠনের প্রক্রিয়া ব্যাহত হওয়ায় আপত্তি জানান সরকারি আইনজীবী শক্তি ভট্টাচার্য। আগামী ৬ জানুয়ারি ফের চার্জ গঠনের দিন ধার্য করেছেন বিচারক।
পুরনো খবর: অ্যাম্বুল্যান্সে কাও
|
স্টাফ সিলেকশন পরীক্ষার জন্য রবিবার, ১৫ ডিসেম্বর সকাল ৭টা থেকে মেট্রো চলবে। মঙ্গলবার মেট্রো সূত্রে বলা হয়, ওই দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা এবং ৮টার পর থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত যথাক্রমে ১০ মিনিট এবং ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে।
|
বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীকে ‘চিরঞ্জিৎ চট্টোপাধ্যায়’ বলে ডেকে ফেলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে একটি অতিরিক্ত প্রশ্ন করতে চান চিরঞ্জিৎবাবু। তখনই স্পিকার তাঁকে ওই পদবিতে ডাকেন। চিরঞ্জিৎ বলেন, “স্যার, আমি কিন্তু চক্রবর্তী।” স্পিকার হেসে বলেন, “আপনাকে সবাই চেনেন। পদবিতে কিছু যায়-আসে না।”
|
হরিদেবপুর থানার দুই এসআই-র বিরুদ্ধে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন এক প্রোমোটার। তার এক মাসের মধ্যেই বদলি করা হল সেই দুই পুলিশকর্মীকে। পুলিশ অবশ্য বলছে, এটা রুটিনমাফিক বদলি। |