টুকরো খবর
পড়ল শেয়ার সূচক
মঙ্গলবারই সেনসেক্স ৭১.১৬ পয়েন্ট পড়ে থামল ২১,২৫৫.২৬ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, লাভের টাকা ঘরে তুলতে বিক্রির হিড়িকে পড়েছে বাজার। তবে বিদ্যুৎ সংস্থার শেয়ার দরে পতনও একটি কারণ। বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মাসুল সংক্রান্ত প্রস্তাবিত বিধির খসড়া প্রকাশ করেছেন। লগ্নিকারীদের আশঙ্কা, তা চালু হলে বিদ্যুৎ সংস্থাগুলির উপর বিরূপ প্রভাব পড়বে। এ দিকে পাওয়ারগ্রিড ইস্যুতে প্রতিটি শেয়ারের দাম ৯০ টাকায় স্থির করেছে কেন্দ্র।

অ্যালয় স্টিল নিয়ে

১০ ডিসেম্বর
দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের হাল ফেরাতে সেল কর্তৃপক্ষের দ্বারস্থ কর্মীরা। সিপিএম সাংসদ তপন সেন ও সাইদুল হকের নেতৃত্বে স্টিল কর্মচারী সংগঠনের নেতারা সেল চেয়ারম্যান সি এ বর্মার সঙ্গে বৈঠক করেন। সংস্থায় প্রায় ১১০০ কর্মচারী আছেন।

জরিমানা কোল ইন্ডিয়ার
রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়াকে ১,৭৭০ কোটি টাকার বেশি জরিমানা করল প্রতিযোগিতা কমিশন। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, একচেটিয়া আধিপত্যের সুযোগ নিয়ে বিদ্যুৎ সংস্থায় কয়লা সরবরাহে অনিয়ম করেছে তারা। এ থেকে তাদের বিরত থাকতে বলেছে কমিশন। কোল ইন্ডিয়া কর্তৃপক্ষের বক্তব্য, তাঁরা নির্দেশের কপি হাতে পাননি। তা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের
এ বার থেকে এলপিজি সিলিন্ডার কিনতে হলে পকেট থেকে গুনতে হবে বাড়তি ৩.৫০ টাকা। ডিলার কমিশন বাড়ার জেরেই মঙ্গলবার থেকে দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের, যদিও প্রতি সিলিন্ডারে দেওয়া সরকারি ভর্তুকি একই রইল। রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, কলকাতায় ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দর হল ৪১৬ টাকা। আগে তা ছিল ৪১২.৫০ টাকা। অন্য দিকে, শহরে ভর্তুকিবিহীন সিলিন্ডারের ক্ষেত্রে নয়া দাম হয়েছে ১,০৫০.৫০ টাকা। আগে ছিল ১,০৪৭ টাকা। মঙ্গলবার থেকেই নতুন দর কার্যকর হয়েছে। এ দিন গ্যাস ডিলারদের কমিশন ৯ শতাংশেরও বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। ওই কমিশন সিলিন্ডার পিছু ৩৭.২৫ টাকা থেকে বেড়ে ৪০.৭১ টাকা হয়েছে বলে জানিয়েছে তারা। আর এর জেরেই ৩.৫০ টাকা দর বাড়ল সব ধরনের গ্যাস সিলিন্ডারের। সিলিন্ডার প্রতি নগদ ভর্তুকি অবশ্য অপরিবর্তিতই রইল। এই ভর্তুকির অঙ্ক ৬৩৩.৭৫ টাকা। ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রেও ওই কমিশন বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এর আগে শেষ বার ২০১২-র অক্টোবরে দাম বেড়েছিল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের। সে বারও ডিলারদের কমিশন বাড়ানোর কারণে দর বাড়ে সিলিন্ডারের।

সংস্থার গাঁটছড়া
পরস্পরের টেলিকম পরিকাঠামো, অর্থাৎ আন্তঃ-শহর ও শহরের মধ্যে অপটিক ফাইবার নেটওয়ার্ক, সমুদ্রের নীচের কেব্ল নেটওয়ার্ক, টাওয়ার, ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহারের জন্য হাত মেলাল রিলায়্যান্স জিও ইনফোকম এবং এয়ারটেল। লক্ষ্য, খরচ বাঁচানো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.