পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি পরমাণু যুদ্ধ শুরু হয়, বিশ্ব জুড়ে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। যার জেরে বিপন্ন হয়ে পড়বেন অন্তত দু’শো কোটি মানুষ। দাবি করা হয়েছে পরমাণু যুদ্ধবিরোধী আন্তর্জাতিক চিকিৎসকদের (আইপিপিএনডব্লিউ) করা একটি সমীক্ষায়। এই সংস্থার সহ সভাপতি এবং ওই সমীক্ষার প্রধান ইরা হেলফান্ড বলেন, “এখন যে পরিমাণ পরমাণু অস্ত্র মজুত আছে, তার যৎসামান্যও যদি ব্যবহার করা হয় যুদ্ধে, তা হলে যে কী ভয়ঙ্কর ক্ষতি হবে, তা আমাদের কল্পনারও বাইরে।” নোবেলজয়ী এই সংস্থার দাবি, পরমাণু যুদ্ধে গোটা বিশ্বের আবহাওয়া এবং কৃষিজ উৎপাদন এতটাই ব্যাহত হবে, যে উন্নয়নশীল দেশগুলির দু’শো কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে পড়তে পারে। কিন্তু হঠাৎ ভারত এবং পাকিস্তানেরই যুদ্ধ হতে পারে ধরে নেওয়া হল কেন? সমীক্ষকদের জবাব, তাঁরা খতিয়ে দেখেছেন, ১৯৪৭-এর পর থেকে ভারত এবং পাকিস্তানই দু’টি দেশ যাদের মধ্যে তিনটি যুদ্ধ ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
|
কেঁদেই ফেললেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী। বিক্ষোভকারীদের প্রতিবাদের রাস্তা থেকে সরতে অনুরোধ করে সজল চোখে তাঁদের উদ্দেশে ইংলাকের প্রশ্ন, “আর কত পিছু হটতে হবে?” কালই পার্লামেন্ট ভেঙে দিয়ে ২ ফেব্রুয়ারি চটজলদি নির্বাচনের ডাক দেন তিনি। তা-ও ২৪ ঘণ্টার মধ্যে তাঁর পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীদের নেতা। তা মানতে নারাজ ইংলাক। তিনি বলেন, “আমরা কেন পরস্পরকে আঘাত করব? আমি তো অনেক পিছু হটেছি। আর কত পিছু হটতে হবে?” বলতে বলতেই চোখ ভিজে আসে তাঁর। শিনাবাত্রা পরিবারকে ঘৃণা করে সমাধান মিলবে না, জানান ইংলাক। ডেমোক্র্যাটিক পার্টিকে তাঁর প্রস্তাব, নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাঁচান।
|
হত্যার চেষ্টায়
সংবাদ সংস্থা • লন্ডন |
অপারেশন ব্লু স্টার-খ্যাত লেফটেন্যান্ট জেনারেল কে এস ব্রারকে হত্যার চেষ্টা করার অপরাধে চার জনকে মঙ্গলবার কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত। তাদের মধ্যে দু’জনের ১৪ বছরের, বাকিদের যথাক্রমে ১০ এবং ১১ বছরের সাজা হয়েছে। গত বছর লন্ডনের রাস্তায় ব্রারকে হত্যা করার চেষ্টা করে ওই চার জন। তাদের মধ্যে ছিল এক মহিলাও। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এরা প্রত্যেকেই খলিস্তানের কট্টর সমর্থক। ১৯৮৪ সালে অমৃতসরের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ নিতেই ওই হামলা চালিয়েছিল তারা। এ দিন রায় ঘোষণার আগে ভারত থেকেই ভিডিও মারফত তথ্যপ্রমাণ দেখান ব্রার। তিনি জানান, এখনও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। |