টাটকা খবর |
আবাসন কেলেঙ্কারিতে জামিন গৌতম দেবের |
নিজস্ব সংবাদদাতা |
সোমবার দু’ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন আবাসন কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব। বাম আমলের ২০ কোটি টাকার আবাসন কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগের মামলায় এ বছরের সেপ্টেম্বরে গৌতম দেব-সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিআইডি।
প্রায় সাড়ে ছ’মাস তদন্ত চালিয়ে গত ২৪ সেপ্টেম্বর ব্যাঙ্কশাল কোর্টের ৪ নম্বর বিশেষ আদালতে প্রায় দু’হাজার পাতার চার্জশিট ও তথ্যপ্রমাণ পেশ করেছিল রাজ্যের গোয়েন্দা সংস্থাটি। তাতে প্রাক্তন আবাসনমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, জেনে-বুঝে ক্ষতিসাধন ইত্যাদি অভিযোগ দাখিলের পাশাপাশি দুর্নীতিদমন আইনেও মামলা রুজু হয়েছিল। এ দিন এই মামলারই শুনানি হয়।
চলতি বছরের ২ এপ্রিল তালতলা থানায় রাজ্য আবাসন দফতরের তরফে নালিশ দায়ের করে বলা হয়, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুর এলাকায় ফ্ল্যাট তৈরির জন্য যৌথ উদ্যোগের সংস্থাকে আবাসন পর্ষদ যে জমি দিয়েছিল, সেখানে ফ্ল্যাট তো ওঠেইনি, উল্টে সেই জমি তিন-তিন বার অবৈধ ভাবে হস্তান্তরিত হয়েছে। আর তার মাঝে দফতরের ২০ কোটি টাকা গলে গিয়েছে বলে এফআইআরে অভিযোগ করা হয়। এর ক’দিন বাদে মহাকরণের নির্দেশে ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে যায় সিআইডি-র হাতে।
এ দিন সকাল ১১টা নাগাদ শুনানির জন্য ব্যাঙ্কশাল কোর্টে হাজির হয়েছিলেন গৌতম দেব। এই মামলায় বাকি ১৬ জনের জামিন এর আগেই হয়ে গিয়েছিল। সাড়ে ১১টা নাগাদ মামলাটির শুনানি শুরু হয়। জামিন পাওয়ার পর গৌতমবাবু তাঁর প্রতিক্রিয়ায় কিছু জানাননি। যা বলার তাঁর আইনজীবীই বলবেন বলে জানিয়েছেন তিনি।
|
বিধানসভায় ফের ওয়াকআউট বামেদের |
নিজস্ব সংবাদদাতা |
বিধানসভার ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠান শেষে বয়কট কাটিয়ে ফের প্রতিবাদে ওয়াকআউট করতে দেখা গেল বাম বিধায়কদের। রবিবার হুগলির ধনেখালিতে দলীয় কার্যালয়ে বৈঠক করার সময় প্রহৃত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী নরেন দে। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকেই। বিশেষ অধিবেশনের জন্য বিধানসভা বন্ধ থাকার পর সোমবার দিনের শুরুতেই এ বিষয়ে একটি মুলতুবি প্রস্তাব আনে বামফ্রন্ট। রাজ্যের সর্বত্র গণতান্ত্রিক অধিকারের কণ্ঠরোধ করে আক্রমণ চলছে বিরোধীদের উপর, তারই প্রতিবাদে তাঁরা আলোচনা চেয়েছিলেন বলে বাম বিধায়কদের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু বামেদের সেই দাবি মানা হয়নি। এর প্রতিবাদে এ দিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন বাম বিধায়কেরা।
|
মিজোরামে ফের সরকার গড়ার পথে কংগ্রেস |
সংবাদ সংস্থা |
চার রাজ্যে বিধানসভার ফল গতকাল বেরিয়েছে। সোমবার ফলাফল ঘোষিত হল মিজোরামে। অন্য চার রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৩টি আসন দখল করে মিজোরামে ফের সরকার গড়ার পথে কংগ্রেস। গত ২৫ নভেম্বর শান্তিপূর্ণ ভাবে বিধানসভা ভোট হয় মিজোরামে। নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যে ভোট পড়েছিল প্রায় ৮১ শতাংশ। এ বারের নির্বাচনে ‘ভিভিপিএটি’ ও ‘নোটা’ প্রযুক্তির ব্যবহার করা হয়। ৪০টি আসনের জন্য মোট ১৪২ জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারিত হয়েছে। মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী লাল থানহাওলা দু’টি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। দু’টিতেই তিনি জয়ী হয়েছেন। মিজো ন্যাশনাল ফ্রন্ট এখনও পর্যন্ত পেয়েছে ৬টি আসন।
|
ভোটের ফল সবিস্তার দেখতে ক্লিক করুন...
|
মালদহে পুলিশের আশ্বাসে উঠল জাতীয় সড়ক অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
নিখোঁজ কিশোরীকে পরিবারের লোকজনের কাছে ফিরিয়ে না দিতে পারার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদহের গাজল থানার ছিটকা মহলে। সোমবার সকাল থেকে চলা ওই অবরোধ তুলতে পুলিশ গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে। শেষে এ দিন বেলা ১টা নাগাদ ওই অবরোধ উঠে যায়। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। অভিযোগ, ছিটকা মহলের এক কিশোরী বাড়ির অমতে পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে পালিয়ে যায়। মেয়েটির পরিবারের তরফে পুলিশে নিখোঁজের অভিযোগ জানানো হয়। কিন্তু ঘটনার পর তিন দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। আর সে কারণেই এ দিন সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। বেলার দিকে পুলিশি আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।
|
তেলঙ্গনা বিতর্ক: অনাস্থা প্রস্তাবের নোটিস দিলেন সীমান্ধ্রের কংগ্রেস সাংসদরা
সংবাদ সংস্থা
|
একেই বলে গোদের উপর বিষ ফোড়া! চার রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির রেশ কাটতে না কাটতেই সোমবার ফের তেলঙ্গনা নিয়ে নোটিস দিলেন সীমান্ধ্রের ছয় কংগ্রেস সাংসদ। স্পিকার মীরা কুমারের কাছে এ দিন তাঁরা লিখিত ভাবে মনমোহন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা জানান। এ বিষয়ে স্পিকারের কাছে তাঁরা অনুমতিও চেয়েছেন। এ দিকে, অন্ধ্র ভাগের বিরোধিতা করে সোমবার তেলুগু দেশম পার্টির সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান।
দীর্ঘ দিন ধরেই অশান্ত সীমান্ধ্র ও রায়লসীমা-সহ গোটা অন্ধ্রপ্রদেশ। গত সপ্তাহে তেলঙ্গনার খসড়া বিলে কেন্দ্রীয় অনুমোদনের ফলে টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেসের ডাকা বনধে সীমান্ধ্র ও রায়লসীমার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে।
|
ভারতের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
সংবাদ সংস্থা |
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ জোহানেসবার্গে, ১৮-২২ ডিসেম্বর। ডারবানে দ্বিতীয় টেস্ট ২৬ তারিখ থেকে। গত অক্টোবরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে যে দল খেলেছিল, ভারতের বিরুদ্ধে সেই দলই অপরিবর্তিত রেখে দিলেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা। নির্বাচন কমিটির প্রধান অ্যান্ড্রু হাডসন জানিয়েছেন, আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে গ্রেম স্মিথ-বাহিনী যে ভাবে পারফর্ম করেছিল তাতে তাঁরা সন্তুষ্ট। বিশেষ করে দুবাইয়ের দ্বিতীয় টেস্টে স্মিথদের পারফরম্যান্সে নির্বাচন কমিটি রীতিমতো খুশিই হয়েছিল। সেই কারণেই ভারতের বিরুদ্ধে দলে কোনও পরিবর্তন আনা হল না।
চলতি এক দিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে গ্রেম স্মিথকে। যাতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেস্ট সিরিজটায় পুরোপুরি তরতাজা হয়ে নামতে পারেন। এ ছাড়া টেস্ট দলে চার পেসারের পাশাপাশি রাখা হয়েছে দুই স্পিনার রবিন পিটারসন এবং পাকিস্তানি বংশোদ্ভুত ইমরান তাহিরকেও।
১৫ জনের দল: গ্রেম স্মিথ(অধিনায়ক), হাশিম আমলা, এবি ডে’ভিলিয়ার্স(উইকেটরক্ষক), জে পি দুমিনি, ফাফ ডু প্লেসি, ডিন এলগার, ইমরান তাহির, জাক কালিস, ররি ক্লেনভেল্ট, মর্নি মরকেল, আলভিরো পিটারসেন, রবিন পিটারসন, ভার্নন ফিলান্ডার, ডেল স্টেইন, থামি সোলেকিলে(উইকেটরক্ষক)।
|
ফের ইংরেজ দুর্গ গুঁড়িয়ে অ্যাসেজে ২-০ অজিদের |
সংবাদ সংস্থা |
প্রথম দিন থেকে জনসনের দাপট তো ছিলই, সোমবার টেস্টের শেষ দিনে পিটার সিডল ও রায়ান হ্যারিসের সাঁড়াশি আক্রমণে একেবারে গুড়িয়ে গেল ইংরেজ দুর্গ। ২১৮ রানে অ্যাসেজের দ্বিতীয় টেস্টও জিতে নিল ব্যাগি গ্রিনরা। আর এই জয়ের সঙ্গেই ২-০ তে সিরিজ এগিয়ে গেল তারা। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২৪৭/৬। এ দিন সকালে ব্যাট করতে নামেন ম্যাট প্রায়র ও স্টুয়ার্ট ব্রড। প্রায়র ব্যক্তিগত ৬৯ ও ব্রড ২৯ রানে সিডলের বলে আউট হন। তার পর থেকেই ধস নামতে শুরু করে ইংরেজ ব্যাটিংয়ে। |
|
জয়োল্লাস অজিদের। সোমবার অ্যাডিলেডে। ছবি: এএফপি। |
এ দিন খেলা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই বাকি চার উইকেট তুলে নেয় অজি বোলাররা। ৩১২ রানেই গুটিয়ে ইংরেজ শিবির। দ্বিতীয় ইনিংসে জো রুট, পিটারসেন ও প্রায়র ছাড়া কেউই তেমন রান করতে পারেননি। এ দিন দু’টো করে উইকেট নেন হ্যারিস ও সিডল। দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মিচেল জনসন। |
অস্ট্রেলিয়া |
ইংল্যান্ড |
প্রথম ইনিংস ৫৭০/৯ (ডিক্লে:)
দ্বিতীয় ইনিংস ১৩২/৩ (ডিক্লে:)
|
প্রথম ইনিংস ১৭২
দ্বিতীয় ইনিংস ৩১২ |
কুক ক হ্যারিস বো জনসন ১
ক্যারবেরি
ক লিঁয় বো সিডল ১৪
জো রুট ক হ্যাডিন বো লিঁয় ৮৭
পিটারসেন বো সিডল ৫৩
বেল ক জনসন বো স্মিথ ৬
স্টোকস ক ক্লার্ক বো হ্যারিস ২৮
প্রায়র ক লিঁয় বো সিডস ৬৯
ব্রড ক লিঁয় বো সিডল ২৯
সোয়ান ক
ক্লার্ক বো হ্যারিস ৬
অ্যান্ডারসন ন আ ১৩
পানেসর ক রজার্স বো হ্যারিস ০
অতিরিক্ত ৬
মোট (১০১.৪ ওভারে) ৩১২।
পতন: ১, ২০, ১৯, ১৩১, ১৪৩, ১৭১, ২১০, ২৫৫, ২৯৩, ৩০১, ৩১২।
বোলিং: হ্যারিস ১৯.৪-৩-৫৪-৩, জনসন ২৪-৮-৭৩-১, সিডল ১৯-৪-৫৭-৪,
লিঁয় ২৬-৭-৭৮-১, ওয়াটসন ৬-৩-৬-০, স্মিথ ৭-০-৪৩-১।
|
|
|
|