রেখার সঙ্গে ছবি নয়: অমিতাভ
সংবাদ সংস্থা • মুম্বই |
রেখার সঙ্গে কোনও ছবিতেই কাজ করছেন না তিনি। রবিবার মুম্বইয়ে এ কথা সাফ জানালেন অমিতাভ বচ্চন। স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, “আমি এ রকম কোনও কাজ করছি না। কিন্তু আপনারা যদি যশরাজ ফিল্মসের কাউকে চেনেন তা হলে আমাকে নিতে বলবেন। আজ কাল কাজ পাওয়া খুব কঠিন।” সম্প্রতি খবর ছড়ায়, আদিত্য চোপড়ার একটি ছবিতে একসঙ্গে কাজ করবেন অমিতাভ-রেখা।
|
শাহরুখ খানকে নোটিস কোর্টের |
শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরীকে নোটিস পাঠাল বম্বে হাইকোর্ট। বর্ষা দেশপাণ্ডে নামে এক সমাজকর্মীর অভিযোগ, শাহরুখরা তৃতীয় সন্তান আব্রামের জন্মের আগেই ভ্রূণের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করিয়েছিলেন। এই সংক্রান্ত সব কাগজপত্র দেখতে চান বর্ষা। ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর আর্জি খারিজ করে দেওয়ায় বর্ষা হাইকোর্টে আবেদন জানান। সেই সূত্রেই হাইকোর্ট নোটিস পাঠায় তারকা-দম্পতিকে।
|
রোদ নামের মেয়েটি/ দরজায় এসে দাঁড়ালে হারমোনিয়াম বাজাতে থাকে লিখেছেন কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়। আবার কবি অশোককুমার মণ্ডল লিখেছেন- ভালো লাগে দিনভর তোর মিছে অভিমান/ ভালো লাগে সুরের মাঝে বেসুরো তোর গান। ভালো লাগে খুনসুটি আর বার দশেকের আড়ি/ অদর স্নেহ চাস যে তখন, বেশ বুঝতে পারি। এরকম বেশ কিছু কবিতা নিয়ে নানুরের খুজুটিপাড়া থেকে প্রকাশিত হয়েছে উন্মোচন নামে লিটল ম্যাগাজিন। অসিকার রহমান সম্পাদিত ওই লিটল ম্যাগাজিনটি ৩৯ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। কবিতা ছাড়াও ওই ম্যাগাজিনে স্বামী বিবেকানন্দকে নিয়ে বেশ কয়েকটি ভিন্ন মাত্রার প্রবন্ধও প্রকাশিত হয়েছে।
|
সিউড়ির প্রাচীন নাট্য সংস্থা আননের ৪৩তম প্রবর্তনা দিবস অনুষ্ঠিত হল শনিবার সন্ধ্যায় স্থানীয় শ্রী শ্রী রামকৃষ্ণ সভাগৃহে। প্রথম পর্বে ‘কল্লোলিত চল্লিশ আনন’ শীর্ষক আনন ইতিহাস সংকলনটি আনুষ্ঠানিক প্রকাশ করেন সাহিত্যিক সুধীরকুমার করণ। পরে চার জন শিল্পী এবং নাট্য সমালোচককে সংবর্ধনা জানানো হয়। দ্বিতীয় পর্বে রাধানগর দর্পণ প্রযোজিত ‘সাধারণ মেয়ে’ নাটকটি মঞ্চস্থ হয়।
|