১ লক্ষ লেসার রশ্মি
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
লাল গ্রহ কোন পাথরে তৈরি তা জানতে লেসার রশ্মির সাহায্য নিচ্ছে মিস কৌতূহল। এই মঙ্গলযানটি থেকে প্রায় ১ লক্ষ লেসার রশ্মি ছোড়া হয়েছে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ লক্ষ্য করে। কিউরিওসিটি অভিযানের অন্যতম উদ্দেশ্যই ছিল মঙ্গলের মাটির প্রকৃতি জানা। তাই অভিযানের ফলাফল কী হবে তা নিয়ে উদগ্রীব নাসা। |