টুকরো খবর
সীমান্তে উত্তেজনা
কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভুখন্ডে বাড়ি তৈরিকে কেন্দ্র করে রবিবার বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফ এবং স্থানীয় সুত্রে জানা গিয়েছে যে, জিরো পয়েন্ট ঘেঁষা ভারতীয় ভুখন্ডে বাড়ি তৈরির চেষ্টা চলছিল। বিএসএফ সূত্রে বলা হয়েছে, বাড়ি তৈরির বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এর পর রবিবার বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে বাংলাদেশের বর্ডার গার্ড-বিএসফের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কাঁটাতারের বেড়ার ওপারে জিরো পয়েন্ট লাগোয়া এলাকায় বাড়ি তৈরি করা যাবে না। বিএসএফের তরফে কোনও মন্তব্য করা বয়নি। পঞ্চায়েত সদস্য প্রবীণ রায় বলেন, “সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পরে বিএসএফ -বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর আলোচনায় তা মিটে যায়।”

পাকিস্তান হবে না ইরান: ওবামা
পরমাণু অস্ত্র চুক্তি এমন ভাবে করা হয়েছে যে ইরানের পক্ষে কোনও ভাবেই প্রতারণা করা সম্ভব হবে না। রবিবার এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের পরমাণু চুক্তি নিয়ে ইজরায়েলের ক্ষোভের প্রসঙ্গে ওবামাকে প্রশ্ন করা হলে তিনি এ কথা জানান। ওবামা বলেন, “পাকিস্তান আর উত্তর কোরিয়ার ক্ষেত্রে যখন এই চুক্তি হয়েছিল তত দিনে তাদের হাতে পরমাণু অস্ত্র চলে এসেছে। কিন্তু ইরানের ক্ষেত্রে এত কড়া নজরদারি রয়েছে যে পাকিস্তান বা কোরিয়ার মতো কিছু করা সম্ভব নয়। আমাদের কূটনৈতিক স্তরেই এর সমাধান করতে হবে।” যদি তাঁর হাতে ক্ষমতা থাকত তা হলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সব প্রস্তুতিই বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেন বলে জানান ওবামা।

সোলের হুমকি
৮ ডিসেম্বর
এলাকার দখল কার হাতে থাকবে তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া ও চিনের সম্পর্ক। রবিবার দক্ষিণ চিন সাগরের একটি অংশ নিজেদের বলে দাবি করে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি নিজেদের বলে ওই অংশেরই নিজেদের বলে দাবি করেছিল চিন। তারা ওই এলাকাটিকে বিশেষ সংরক্ষিত এলাকা (এয়ার ডিফেন্স জোন) বলে ঘোষণা করে। ফলে এই এলাকা দিয়ে চিন ছাড়া অন্য কোনও দেশের বিমান চলাচল করতে পারবে না। রবিবারের এই ঘোষণার ফলে এখন চিন ও দক্ষিণ কোরিয়া দু’জনেই ওই অংশের দাবি করছে। আমেরিকা, জাপান আগেই চিনের ওই দাবি মানতে চায়নি। এ বার সোলের ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

হ্যারির দৌড় বাতিল

৮ ডিসেম্বর
আঘাত লাগার ভয়ে রাজকুমার হ্যারির দক্ষিণ মেরুতে দৌড়ের অভিযান বাতিল হয়ে গেল। খারাপ আবহাওয়া এবং রুক্ষ পাহাড়ি পথে দৌড়তে গিয়ে চোট পেতে পারেন রাজকুমার। তাই ঠিক হয়েছে, ওই পথ অন্য সেনার সঙ্গে হেঁটেই পার হবেন হ্যারি। স্বেচ্ছাসেবী একটি সংস্থার উদ্যোগে এই অভিযানে ১ লক্ষ পাউন্ড উঠবে বলে আশা।

বচসায় মৃত ভারতীয়

৮ ডিসেম্বর
খাবারের টাকা না দেওয়ায় খদ্দেরের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন রেস্তোরাঁর ম্যানেজার। তখনই উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতীয় বংশোদ্ভূত মহম্মদ আসিফের। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ম্যাঞ্চেস্টারের ঘটনা।

প্রাচীন গুম্ফার খোঁজ

৮ ডিসেম্বর
পাহাড়ের খাঁজে গভীর জঙ্গলে চোদ্দোশো বছর পুরনো বৌদ্ধ গুম্ফার খোঁজ পেলেন প্রত্নতত্ত্ববিদরা। চিনের উত্তর দিকে শাংশি প্রদেশের ঘটনা । ওই গুম্ফার দেওয়ালে বুদ্ধের জীবনীর বিভিন্ন অংশ খোদাই করা রয়েছে।

বাগদাদে হত ৩৯

৮ ডিসেম্বর
একের পর এক গাড়িবোমা বিস্ফোরণে বাগদাদে হত ৩৯। আহত প্রায় ৯০ জন। রবিবার দুপুরের পর থেকেই বাগদাদের বিভিন্ন জনবহুল এলাকায় ১০টা গাড়িবোমা বিস্ফোরণ ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.