চাই-ই চাই
ঠিক এক বছর আগে কেউ যদি বলত, “সামনের বছর এমন এক চশমা আসবে, যা একই সঙ্গে টিভি, ফোন, ক্যামেরা, জিপিএস নেভিগেশনের কাজ করবে।” লোকে নির্ঘাত তাকে বলত, “তোর পেট গরম হয়েছে? না মাথা?”
কিন্তু দেখুন গুগল গ্লাস তো পাওয়া গেল এ বছরই। গ্যাজেটস্ দুনিয়ায় পরিবর্তন বিরাট কোহলির হেয়ার স্টাইলের থেকেও দ্রুত হয়। গেমিং কনসোল থেকে স্মার্টওয়াচ, ইনফ্রা রেড ক্যামেরা থেকে থ্রি-ডি প্রিন্টার এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। ২০১৪-তেও হবে বলে মনে হয় না।
তাই, সামনের বছর কোন কোন গ্যাজেটের জন্য এখন থেকে টাকা জমাবেন তার একটা ফিরিস্তি দেওয়া যাক।

থ্রি-ডি ভার্চুয়াল ভিউ
থ্রি-ডি সিনেমা তো অনেক দিন হল। বছর খানেক হল সেভেন-ডিও এসে গেছে বাজারে। কিন্তু থ্রি-ডি বা সেভেন-ডি, যা-ই হোক না কেন, তার জন্য কোনও না কোনও পর্দার দরকার। কিন্তু যদি এমন হয়, ছবি দেখার জন্য পর্দায় নয়, ছবির চরিত্ররা বাস্তবের মতো ঘুরে বেড়াবে আপনার চারপাশে। মানে, বন্ড ছবির চেজিং সিক্যুয়েন্স পাশের গাড়ি দেখার জন্য সামনের পর্দায় নয়, পাশে তাকাতে হবে। এটাই থ্রি-ডি ভার্চুয়াল ভিউ।
ভাবছেন কল্পবিজ্ঞান? তা কিন্তু নয়, থ্রি-ডি ভার্চুয়াল ভিউ-এর কাজ অনেকটাই এগিয়ে গেছে। ওকুলাস রিফ্ট নামে এক সংস্থা গেম পাগলদের জন্য এমন গ্যাজেট তৈরি করে ফেলেছে। বাজারেও শীগ্রই আসল বলে।
থ্রি-ডুডলার-এ ডায়নোসরের মডেল।
ফ্লেক্সিবল ডিসপ্লে
ল্যাপটপ-ট্যাবলেট শুধু তো ভাঁজ করতেই পেরেছেন এতদিন। কিন্তু যদি তা কাগজের মতো দুমড়ে মুচড়ে পকেটের মধ্যে রাখা যেত! নিশ্চয়ই ‘অবতার’ সিনেমার কথা ভাবছেন। সেখানে যেমন এয়ার ট্রাফিক কনট্রোল থেকে এক্স রে, সবউ দেখা যাচ্ছে ফ্লেক্সিবল ডিসপ্লে-তে। হ্যাঁ, তেমনটাই। এ বার আপনার হাতে, থুড়ি পকেটে আসতে চলেছে যেমন খুশি রাখার ডিসপ্লে। এল জি-র জি ফ্লেক্স টেকনলজি সেই কাজে অনেকটাই এগিয়ে গেছে। তাই, ট্যাবকে ব্যাগের মধ্যে ভাঁজ করে নেওয়ার সময় ভেঙে যাওয়ার কোনও ভয় থাকবে না।

থ্রি-ডুডলার
থ্রি-ডি প্রিন্টিং তো এ বারেই পেয়ে গেছেন। এ বার নতুন সংযোজন পেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন। পেন। এই পেন দিয়ে আর আঁকা নয়। সরাসরি থ্রি-ডি মডেলই বানিয়ে ফেলা যায়। পেন থেকে বের হওয়া গরম প্লাস্টিক জমে তৈরি করবে পছন্দের মডেল। নিজের আই ফোন কেসের জন্য আর বাজারের উপর ভরসা করতে হবে না। আপন মনের মাধুরী মিশিয়ে নিজেই তৈরি করে নিতে পারবেন।
তবে পোড়া প্লাস্টিকের গন্ধ প্রতিবেশিরা সহ্য করবেন কি না, সে ওয়্যারেন্টি থ্রি-ডুডলার দিবে না!
২০১৩-র পাওনা
থ্রি-ডি প্রিন্টিং (একটা গিফ্ট কিনে প্রিন্ট করে নিলেই হবে! ডেটিংয়ের খরচ তবে কমবে না)
ক্রোমকাস্ট (যে কোনও টিভিতে লাগালেই, তা স্মার্টটিভি। ইউ টিউব, ব্লু রে মুভি দেখতে কম্পিউটারের দরকার হবে না)
হেলথ অ্যাপস
কেমন হত যদি, স্মার্টফোনেই দেখে নেওয়া যেত কতটা দৌঁড়লেন, কতবার পুশ আপ করলেন, কত ক্যালোরি খরচ হল, ব্লাড প্রেশারের মাত্রা, হৃদস্পন্দনের হার কিংবা কতটা ঘুমোলেন? এত দূর পড়ে হয়তো ভাবছেন কোনও অ্যাপসের কথা হচ্ছে। না, অ্যাপস নয়। অ্যাপস তো ম্যানুয়ালি কিছু তথ্য দিলে তবে এইগুলো জানাতে পারবে। কিন্তু তা বলে আপনার ঘুমোনোর প্যাটার্ন?
উঁ হুঁ, তার হদিস অ্যাপস দিতে পারবে না।
কিন্তু এখানে যে গ্যাজেটের কথা হচ্ছে, তা রিস্ট ব্যান্ডের মতো হাতে পরে নিলেই হবে। সব তথ্য নিজে থেকেই সংগ্রহ করবে। যেমন জিপিএস ট্র্যাক করে দেখে নেবে কতটা দৌড়লেন। ইনফ্রা রেড ক্যামেরা দিয়ে মেপে নেবে সব থেকে গভীর ঘুম আপনার কখন হয়। আর সেই মতো অ্যালার্ম সেট করে দেবে আপনার স্মার্টফোনে।

হিউ বাল্ব
ভুলো মেসোমশাইয়ের জন্য এ গ্যাজেট একেবারে আদর্শ! শুধু মেসোমশাই কেন, সবারই তো অমন অনেকবার হয় বাড়ি থেকে বেড়িয়েছেন, হঠাৎ মনে হল, ‘এই রে, লাইট অফ করেছি তো?’ এই সমস্যার সমাধান করে দেবে নতুন এই গ্যাজেট। নিজের স্মার্টফোনের অ্যাপস দিয়ে বাড়ির ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স পরিচালনা করতে পারবেন। আর শুধু অন-অফ নয়, চাইলে আলোর রংও বদলে দেবে এই গ্যাজেট। হিউ বাল্ব’ তো বাজারে এসেই গেছে। তবে সারা বাড়ি অটোমেশনের জন্য হয়তো আরও দু’-এক বছর অপেক্ষা করতে হবে।
তবে কথায় আছে না, ‘আশায় বাঁচে চাষা’। শুধু চাষা কেন? ‘গিজমো ফ্রিক’রাই বা কী দোষ করল?



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.