পথ কর নিয়ে ফের বৈঠক
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
রোহিণীর পথ-কর নিয়ে ফের বৈঠকে বসবে জিটিএ। চলতি মাসের শুরু থেকে দার্জিলিং বা কার্শিয়াং যেতে রোহিণীর রাস্তায় পথ-কর নেওয়া শুরু করেছিল জিটিএ। বিভিন্ন সংগঠনের দাবি মেনে এর আগে একবার কর হার কিছুটা কমিয়ে ছিল জিটিএ। তবে কর হার আরও কমানোর দাবিতে বিভিন্ন পরিবহণ সংগঠন বন্ধ শুরু করায় ফের করের হার বিবেচনা করতে এক সপ্তাহের মধ্যে জিটিএ বৈঠকে বসবে বলে জানিয়েছে। দার্জিলিং এবং শিলিগুড়ির রুটে চলা বেসরকারি ট্যাক্সি মালিক সংগঠনের তরফে এ দিন কর হার কমানোর দাবিতে এক দিনের বন্ধ পালন করেছেন। তবে আপাতত বন্ধের মেয়াদ বাড়ানো হচ্ছে না। জিটিএ সদস্য উর্মিলা রুম্বা বলেন, “বিভিন্ন সংগঠন তাদের দাবি জানিয়েছে। আমরা এক মাসের মধ্যেই ফের করের হার বিবেচনা করতে বৈঠকে বসব।”
|
তরুণীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
বিষক্রিয়ায় মৃত্যু হল এক তরুণীর। শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয় ধূপগুড়ির গাদং ১ পঞ্চায়েতের ভোটপাড়া গ্রামের বাসিন্দা বীথি সরকারকে (১৯)। সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার পরিজনের অভিযোগ, শুক্রবারই বীথির বিয়ে ছিল। চাহিদামতো পণ না পাওয়ায় পাত্র বিয়ে করতে আসবেন না জানালে, তিনি বিষ খেয়ে আত্মঘাতী হন। পাত্র অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। শনিবার জলপাইগুড়িতে ময়নাতদন্ত হলেও রাত অবধি পুলিশে কোনও লিখিত অভিযোগ হয়নি। ধূপগুড়ি থানার আইসি যুগলচন্দ্র বিশ্বাস বলেন, “আমরা বিষয়টি শুনেছি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিলিগুড়ির নিরঞ্জননগরে মারা গেলেন এক মহিলা। মৃতার নাম রাধারানি দাস (৪৫)। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠান ছিল একটি বাড়িতে। একটি তার ছিঁড়ে পাশের বাড়ির টিনের বেড়ায় পড়ে। শনিবার সকালে সেখানে ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাধারানিদেবী। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। তবে বিদ্যুৎ সংযোগ বৈধ উপায়ে নেওয়া হয়নি বলে প্রতিবেশীরা দাবি করায় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
|
বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত পড়ুয়াদের বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা হল কোচবিহারের পুন্ডিবাড়িতে। শনিবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন বনমন্ত্রী হিতেন বর্মন। অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা ডাকুয়া, প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার, ডিআই (প্রাথমিক) তপন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। |