পুরসভা ও প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল ইসলামপুরে। শনিবার ইসলামপুর নেতাজি সুভাষ মঞ্চে ওই স্বাস্থ্য শিবির হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, পুরসভার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে এই আয়োজন। শিবিরে হৃদরোগ বিশেষজ্ঞ সত্যজিৎ বসু-সহ ২ জন অস্থিরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। এ দিন প্রায় দু’শো বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
এ দিন সকাল ১০টার সময় শিবির শুরু হতেই বাসিন্দাদের লম্বা লাইন পড়ে যায়। পুরসভা সূত্রে জানানো হয়েছে, বিপিএল তালিকাভুক্তদের পাশাপাশি অন্য বাসিন্দাদেরও স্বাস্থ্য পরীক্ষাও শিবিরে করা হয়েছে। এ দিনের শিবিরে মূলত রক্তচাপ, সুগার পরীক্ষা এবং হাড়ের সমস্যাজনিত রোগের ও রোগের উপসর্গের চিকিৎসা করা হয়েছে। |
শিবিরে ইসিজিও করা হয়েছে। চিকিৎসকদের তরফে রোগীদের প্রেসক্রিপশন দেওয়ার পাশাপাশি, যাঁরা আপাতভাবে সুস্থ তাঁদের কী ধরনের সর্তকতা নিতে হবে সে বিষয়েও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এ দিন শিবির শুরুর আগে পুরসভার চেয়ারম্যান কানাইলাল অগ্রবাল বলেন, “পুরসভার প্রধান কাজ হল বাসিন্দাদের পরিষেবা প্রদান করা। সে কারণেই রজত জয়ন্তী বর্ষপূর্তি উৎসবের অঙ্গ হিসেবে বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা দিতেই শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুরের ওই হাসপাতালকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওঁরা সেই দায়িত্ব পালন করায়, চিকিৎসক সত্যজিৎবাবু সহ হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানিয়েছি।” অন্য দিকে চিকিৎসক সত্যজিৎবাবু বলেন, “শিবিরে আসতে পেরে আমাদেরও খুব ভাল লেগেছে। ভবিষ্যতেও এ ধরনের শিবির করা হবে।”
|
অসুস্থ ৪০ শিশু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বমির উপসর্গ নিয়ে ৪০ জন শিশুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় শুক্রবার। গলসির সাঁকো গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনও এক গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই শিশুরা। বেশ কয়েকবার বমিও করে। তবে শনিবার তারা অনেকটাই সুস্থ বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। |