ডাকাতি করতে এসে প্রথমে ভাড়াটে বৃদ্ধার মাথায় বন্দুক ঠেকায় দুষ্কৃতীরা। তাঁকে দিয়ে বাড়ির মালিককে ডেকে তুলিয়ে টাকা লুঠ করে। শুক্রবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে বিমানবন্দর থানার মধ্যমগ্রামের সুকান্তনগর খালপাড়ে। পুলিশ জানিয়েছে, সুকান্তনগরের ওই দোতলা বাড়িটি নির্মল রায় নামে এক ব্যবসায়ীর। ডাকাতির সময়ে নির্মলবাবু ছাড়াও দোতলায় ছিলেন তাঁর স্ত্রী এবং দুই ছেলে। নীচে ওই বৃদ্ধা ছেলেকে নিয়ে ভাড়া থাকেন। পুলিশ সূত্রের খবর, সশস্ত্র তিন জন বাড়িতে ঢুকে বৃদ্ধার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, ছেলে অসুস্থ, তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে তিনি যেন নির্মলবাবুদের ডেকে তোলেন। বৃদ্ধার কথামতো নির্মলবাবু ঘরের দরজা খুলতেই তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা। নির্মলবাবুর বড় ছেলে উত্তম রায় অভিযোগ করেন, বাড়ির সকলকে মারধর করে মুখ, হাত-পা বেঁধে দেওয়া হয়। পরে আলমারিতে রাখা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। টাকা ছাড়া অন্য কিছু নেয়নি ডাকাতরা। পুলিশের অনুমান, ব্যবসার প্রয়োজনে যে বাড়িতে মোটা টাকা মজুত রয়েছে, সে খবর দুষ্কৃতীদের কাছে ছিল। সে সূত্রেই বাড়িতে হানা দিয়েছিল তারা। দুষ্কৃতীরা কী ভাবে খবর পেল, তারা নির্মলবাবুর পরিচিত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
|
পুড়ে গেল চারটি তুলোর গুদাম। শনিবার, হাওড়ার বাঁধাঘাট এলাকায়। দমকল সূত্রে খবর, বিকেলে মালিপাঁচঘড়া থানা এলাকার ২ নম্বর শ্রীরাম ঢ্যাং রোডের একটি গুদামে আগুন লাগে। পরে তা পাশের আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রের খবর, এই গুদামগুলির বেশির ভাগ বেআইনি এবং এগুলির অগ্নিপ্রতিরোধ ব্যবস্থাও নেই। এই গুদাম মালিকদের লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা দেখার জন্য পুলিশকে বলা হবে বলে জানান দমকল আধিকারিকেরা।
|
বাড়িতে চড়াও হয়ে বৃদ্ধা ভাড়াটের মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়িওয়ালাকে ডাকতে বলে ডাকাতেরা। বৃদ্ধার ডাকে বাড়িওয়ালা দরজা খুলতেই ভিতরে ঢুকে টাকা লুঠ করে পালায় তারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের সুকান্তনগরে। পুলিশ জানায়, ওই বাড়ির দোতলায় পরিবার নিয়ে থাকেন বাড়িওয়ালা নির্মল রায়। নীচের তলায় ছেলেকে নিয়ে ভাড়া থাকেন ওই বৃদ্ধা। নির্মলবাবুর বড় ছেলে উত্তমের অভিযোগ, সকলকে মারধর করে বেঁধে আলমারি থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা।
|
গভীর রাতে সোনার দোকানের শাটার ভেঙে ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার কলাতলার একটি সোনার দোকানে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে মালিক আসরাফ মল্লিক দোকানে এসে দেখেন দোকানের শাটার ভাঙা। গয়না উধাও। ভাঙা হয়েছে ভল্টও। পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন, বেশ কয়েক ভরি গয়না ও লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক জনকে আটক করেছে পুলিশ। |