পুকুরে মিলল যুবকের দেহ, সন্দেহ খুন
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
পুকুরে জাল ফেলে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার বীরভূমের মাড়গ্রামের কালুহা গ্রামের ঘটনা। মৃতের নাম গৌতম রায় (৪০)। কালুহা গ্রামেই তাঁর বাড়ি। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। তবে তাঁরা থানায় অভিযোগ জানাননি। জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ তদন্ত শুরু করেছে।” গৌতমবাবু আগে কংগ্রেসকর্মী হিসেবে পরিচিত থাকলেও সম্প্রতি তৃণমূলে যোগ দেন। তাঁর দাদা সিদ্ধার্থ রায় জানান, তাঁর সঙ্গেই ভাই রামপুরহাট শহরে থাকতেন। শুক্রবার তিনি গ্রামে এসেছিলেন। রাতে ফেরার কথা থাকলেও ফেরেননি। এ দিন সকালে সিদ্ধার্থবাবু গ্রামে এসে দেখেন, স্থানীয় রাই সাগর নামে একটি পুকুরের পাড়ে ভাইয়ের মোটরবাইক, চাদর, চটি পড়ে রয়েছে। পাশের মাঠে কাউকে মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ দেখে তাঁর সন্দেহ বাড়ে। খবর পেয়ে পুলিশ এসে পুকুরে জাল ফেলা করায়। ভাইয়ের দেহ উদ্ধারের পরে সিদ্ধার্থবাবুর অভিযোগ, “দল পরিবর্তন করায় কংগ্রেসকর্মীরাই ভাইকে খুন করেছে।” তবে কালুহা গ্রামের বাসিন্দা তথা কংগ্রেসের রামপুরহাট ২ ব্লক সভাপতি বিজয় কুমার সিংহের পাল্টা দাবি, “গৌতমের রাজনৈতিক গুরুত্বই ছিল না। তাঁকে কেন কংগ্রেস কর্মীরা খুন করতে যাবে? দলের নাম জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।”
|
অস্বাভাবিক মৃত্যু দম্পতির
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
বোনের চটিতে থুথু ফেলা নিয়ে স্ত্রী-র সঙ্গে ঝগড়া হয় স্বামীর। সে দিন রাতেই কীটনাশক পান করায় অপমৃত্যু হল ওই দম্পতির। বীরভূমের মুরারই থানার কালিকাপুরের ঘটনা। শুক্রবার সকালে মারা যান স্বামী আলমগীর শেখ (২২)। দুপুরে মৃত্যু হয় তাঁর স্ত্রী তুরাসা বিবির (১৯)। মাস সাতেক আগে তাঁদের বিয়ে হয়েছিল। তুরাসার বাবা দেলুহা গ্রামের হজরত শেখ বলেন, “আলমগীরের বোনের চটিতে থুথু ফেলা নিয়ে মেয়ে ও জামাইয়ের মধ্যে ঝগড়া হয়। তার জেরে রাতে আলমগীর বাড়িতে কীটনাশক পান করে। তা দেখে আমার মেয়েও কীটনাশক খায়। দু’জনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো গেল না।” পুলিশ জানিয়েছে, দু’টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। |