ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানাল, ভারতের অন্যান্য শহরের তুলনায় এখন কলকাতায় আত্মহত্যার ঘটনা কম। কেন? বিশেষজ্ঞ-মত: যে শহরে পড়াশোনা, সংস্কৃতি বেশি রমরম করে, সেখানে আশাভঙ্গের ঘটনাও বেশি ঘটে। কলকাতা শিক্ষা-কালচার বলে তড়পায় খুব, কিন্তু নিজেকে তো ‘হ্যাপেনিং’ শহর হিসেবে আদৌ গড়ে তুলতে পারেনি, তাই এখানে আশা কম, ভঙ্গও। অন্য আন্দাজ চলতে পারে: কলকাতার লোক আত্মহত্যা করবে কীসে, মেট্রোর ভাড়া বেড়ে গেছে না? |