চাকরিরত অবস্থায় বাবা মারা গেলে সেই চাকরি এ বার পাবেন বিবাহিত মেয়েরাও, শুক্রবার এক রায়ে জানাল বম্বে হাইকোর্ট। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় মা-বাবা মারা গেলে চাকরির জন্য আবেদন করতে পারতেন অবিবাহিত মেয়েরা। কিন্তু এই সুযোগ মিলত না বিবাহিতদের ক্ষেত্রে। মহারাষ্ট্রের সেচ দফতর থেকে অবসর নেওয়ার আগেই মারা গিয়েছিলেন অশোক কুলকার্নি। সরকারি চাকরির জন্য নিয়ম মেনে আবেদন করেন তাঁর মেয়ে স্বাতী। প্রাথমিক তালিকায় নাম উঠলেও পরে বিয়ে হয়ে যাওয়ায় ছাঁটাই করা হয় স্বাতীর নাম। বিচার চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার হাইকোর্টের বিচারপতি এস সি ধর্মাধিকারী ও রেবতী মোহিতে দেরে জানিয়ে দেন, এ ক্ষেত্রে বিবাহিতদেরও সমান সুযোগ দিতে হবে। না হলে সাম্যের অধিকার লঙ্ঘন করা হবে বলেও রায়ে উল্লেখ করেন বিচারপতিরা।
|
অসমে অপহৃত দুই এসএসবি জওয়ান |
সশস্ত্র সীমা বল (এসএসবি) বাহিনীর দুই জওয়ানকে অপহরণ করল এনডিএফবি জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে চিরাং জেলায়। সম্প্রতি এনডিএফবি-র বিরুদ্ধে অভিযানের ঘোষণা করেছিলেন এসএসবি প্রধান অরুণ চৌধুরী। তিনি জানিয়েছিলেন, অসম-ভুটান সীমান্তে ঘাঁটি গেড়েছে এনডিএফবি (সংবিজিৎ)। রাজ্য সরকারের সবুজ সঙ্কেত পেলেই এসএসবি সেখানে হানা দিতে প্রস্তুত। কিন্তু, তার আগে জঙ্গিরাই এসএসবি-র উপরে হামলা করল। চিরাং-এর এসপি রঞ্জন ভুঁইঞা জানান, গতকাল পানবাড়ি এলাকার কাছে জঙ্গল দিয়ে সাইকেলে শিবিরে ফিরছিলেন পাঁচ জওয়ান। কারও কাছেই অস্ত্র ছিল না। তখনই সশস্ত্র এনডিএফবি জঙ্গিরা তাঁদের ঘিরে ধরে। তিনজনকে ছেড়ে দিলেও, দুই জওয়ানকে নিয়ে ভুটানের দিকের জঙ্গলে চলে যায় জঙ্গিরা। আইজি (আইন শৃঙ্খলা) এস এন সিংহ জানান, অপহৃত জওয়ানদের উদ্ধার করতে পুলিশ ও এসএসবি যৌথ অভিযানে নেমেছে। ২০০৬ সালের মে মাসে দরং জেলায় পাঁচ এসএসবি জওয়ানকে অপহরণ করেছিল এনডিএফবি। এক সপ্তাহ পরে জঙ্গলে পাঁচজনের দেহ উদ্ধার হয়।
|
টোগোর জেলে বন্দি ভারতীয় নাবিকের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হল না শনিবারও। এগারো মাসের ছেলের শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতি তাঁকে দেওয়া হবে কি না, তা জানা যাবে সোমবার। জুলাই মাস থেকে পশ্চিম আফ্রিকার টোগোর জেলে বন্দি ভারতীয় নাবিক সুনীল জেমস। তাঁদের জাহাজ যখন জলদস্যুদের কবলে পড়েছিল, সুনীল তাঁদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ। সুনীলের পরিবারের অভিযোগ, গত পাঁচ মাস ধরে সরকারি কোনও সাহায্য পাননি তাঁরা। সুনীলের মুক্তির জন্য যাবতীয় লড়াই করতে হয়েছে তাঁদের নিজেদেরই। গত সোমবার সেপ্টিসেমিয়ায় মৃত্যু হয়েছে তাঁর এগারো মাসের ছেলের। তার শেষ কাজে সুনীল যাতে আসতে পারেন, ভারতীয় বিদেশ মন্ত্রক সেই চেষ্টা করছে বলে জানিয়েছেন জাহাজ প্রতিমন্ত্রী মিলিন্দ দেওরা।
|
শিবসাগরের ছাত্রী গুঞ্জন শর্মার নামে অসমে চালু হল রাজ্য সরকারের বার্ষিক সাহসিকতার পুরস্কার। জঙ্গির পিস্তলের মুখে রুখে দাঁড়ানো গুঞ্জনকে পুরস্কৃত করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এ বার রাজ্য সরকার জানালো, প্রতিবছর সাহসিকতার জন্য ছোটদের ‘গুঞ্জন সাহসিকতা পুরস্কার’ দেওয়া হবে। |
লরির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের আট সদস্য। আহত আরও দুই। শনিবার বিকেলে কণাদগাঁওয়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মধ্যপ্রদেশ থেকে শির্ডী যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
|
চপার দুর্নীতি মামলায় অভিযুক্ত দালাল গুইদো হাসচেকে জেরা করবেন ভারতীয় কর্তারা। শুক্রবার ইতালির আদালত এই নির্দেশ দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর ১৩ ডিসেম্বর গুইদোকে জেরা করা হবে। |