অ্যাম্বুল্যান্স চালকদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবিতে আন্দোলনে নামলেন ‘নিশ্চয় যান’ প্রকল্পের অ্যাম্বুল্যান্স মালিকেরা। মেদিনীপুর মেডিক্যালে ৯টি ‘নিশ্চয় যান’ রয়েছে। এর মধ্যে ৫টি বৃহস্পতিবার সকাল থেকে চলাচল করেনি। দুপুরের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া মেটানোর আশ্বাস দিলে সুর নরম করেন অ্যাম্বুল্যান্স মালিকেরা। তাঁদের বক্তব্য, গত মার্চ মাস থেকে ৫টি অ্যাম্বুল্যান্সের বিল বকেয়া রয়েছে। বারবার বলেও লাভ হয়নি। হাসপাতাল সুপার যুগল কর বলেন, “সকালে কিছু সমস্যা হয়েছিল। পরে আলোচনায় তা মিটেছে।”
|
চিকিত্সা শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক চিকিত্সা শিবির হল মেদিনীপুর সদরের জাগুল গ্রামে। মেদিনীপুর মেডিক্যালের চিকিত্সক কৃপাসিন্ধু গাঁতাইতের উদ্যোগে এই শিবিরে ১৮০০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। বিশেষজ্ঞ চিকিত্সকেরা ছিলেন। এক রক্তদান শিবিরও হয়। তার উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। শিবির থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
|
থ্যালাসেমিয়া এবং ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াল চন্দননগরের একটি বেসরকারি ফিজিওথেরাপি সংস্থা। গত রবিবার শহরের মেরি পার্কে ওই সংস্থার তরফে আয়োজিত এক অনুষ্ঠানে ২২ জন থ্যালাসেমিয়া এবং ১৭ জন ক্যান্সার রোগীর হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পাশাপাশি, দুর্ঘটনায় আহত ও নিহত ৮ জনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়। দুঃস্থ ছেলেমেয়েদের খেলাধূলার বন্দোবস্ত করে এমন কিছু ক্লাবের কর্মকর্তাদের হাতেও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়, এই উপলক্ষে গুণিজন সম্বর্ধনার আয়োজনও করা হয়েছিল। |