টুকরো খবর
পরের টেট ৩০ মার্চ
প্রাথমিক শিক্ষক বাছাই পরীক্ষা (টেট) নিয়ে আদালতে মামলার নিষ্পত্তি হয়নি। তার আগেই পরবর্তী টেট-এর দিন ঘোষণা করে দিল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বৃহস্পতিবার জানান, পরবর্তী টেট হবে ২০১৪ সালের ৩০ মার্চ। তিনি বলেন, “শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের সঙ্গে আলোচনা করে ওই তারিখ ঠিক করেছেন।” শিক্ষামন্ত্রী জানান, বিগত টেট-এ যাঁরা সফল হতে পারেননি, তাঁরা ফের ওই পরীক্ষা দিতে চাইলে, তাঁদের আর ফি দিতে হবে না। ২২ নভেম্বর টেট-এর ফল বেরোয়। তার আগেই ওই পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক পরীক্ষার্থী। হাইকোর্ট জানিয়েছে, ওই টেট-এ সফল হয়ে যাঁরা প্রাথমিক শিক্ষক হিসেবে কাজে যোগ দেবেন, তাঁদের চাকরির স্থায়িত্ব আদালতের চূড়ান্ত রায়ের উপরে নির্ভর করবে। মানিকবাবু জানান, গত টেট থেকে শূন্য শিক্ষক-পদের ৫০% পূরণ করা যাবে। ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ পর্ব শেষ করা হবে। পর্ষদ-সভাপতির কথায়, “এর পরেও যে-পঞ্চাশ শতাংশ পদ খালি থাকবে, তা পূরণ না-হলে পড়ুয়াদের অসুবিধা হবে। তাই পর্ষদের লক্ষ্য ছিল, পদ পূরণের জন্য চলতি অর্থবর্ষেই ফের টেট নেওয়া। সেই লক্ষ্য পূরণের জন্যই ৩০ মার্চ ফের টেট নেওয়া হবে।”

চাঁদ নিয়ে ফ্রন্টে মত চান সূর্য
সমাজবাদী পার্টির বিধায়ক চাঁদ মহম্মদ যে ভাবে বামফ্রন্ট পরিষদীয় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিধানসভার প্ল্যাটিনাম জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাতে আগামী দিনে তাঁর ব্যাপারে করণীয় ঠিক করতে বামফ্রন্টের সিদ্ধান্ত জানতে চান সূর্যকান্ত মিশ্র। চাঁদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, উনি ভবিষ্যতে বাম বিধায়ক হিসাবে সই করতে পারবেন কি না, বিমান বসুর কাছে জানতে চেয়েছেন সূর্যবাবু। যে ভাবে পরিষদীয় দলের সিদ্ধান্তে সই করেও চাঁদ তা উপেক্ষা করেছেন, তা নিয়ে সূর্যবাবু অসন্তুষ্ট। বাম পরিষদীয় দলের নেতা হিসাবেই বিষয়টির শেষ দেখতে চান তিনি। সূর্যবাবু বলেন, “উনি (চাঁদ) কী করবেন, তা ওঁকেই সিদ্ধান্ত নিতে হবে! ওঁকে বলেছি, কী করবেন, কোথায় যাবেন, স্পষ্ট করুন!” চাঁদ তৃণমূলে যোগ দিতে পারেন বলে শাসক দলের খবর। কিন্তু সমাজবাদী পার্টির নেতৃত্ব বলছেন, এটা রটনা।

ভাড়া বৃদ্ধির দাবি
বাসভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলছে রাজ্যের বাস মালিকরা। আগামী ১৮ ডিসেম্বর বাস মালিকরা কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেল অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে রাজ্যের সমস্ত বাস মালিক সংগঠনদের নিয়ে একটি সাধারন সভার আয়োজন করা হয়। সভায় এই যৌথ সিদ্ধান্তে মত দিয়েছেন সকলেই। নর্থবেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স কো অর্ডিনেশন কমিটির সভাপতি মানস তরফদার বলেন, “মূল্যবৃদ্ধির সঙ্গে ভাড়া না বাড়ায় ক্ষতিতে বাস চালাতে হচ্ছে। ভাড়া না বাড়ালে বাস চালানো মুশকিল হয়ে পড়বে। তাই মেট্রো চ্যানেলে এই জমায়েতের সিদ্ধান্ত হয়েছে।”

মমতার কাছে কোল ইন্ডিয়া প্রধান
রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার জোগান এবং অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান নরসিংহ রাও। বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টা কথা বলেন তিনি। বৈঠকে রাজ্যের বিদ্যুৎসচিব গোপালকৃষ্ণও ছিলেন। কোল ইন্ডিয়ার বক্তব্য, এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার। নবান্নের কর্তারা জানান, রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য ইস্টার্ন কোলফিল্ডস থেকে প্রচুর কয়লা কেনার সুবাদে কোল ইন্ডিয়ার সঙ্গে কোটি কোটি টাকার লেনদেন হয়। বৈঠকে কয়লার জোগান, রানিগঞ্জ-আসানসোল অঞ্চল জুড়ে ইস্টার্ন কোলফিল্ডসের কাজের সম্প্রসারণ-সহ বিভিন্ন বিষয়েই আলোচনা হয়েছে।

সেই নেতার বদলি স্থগিত করল কোর্ট
রাজ্য সরকারি কর্মী সংগঠন ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়)-এর নেতা সন্দীপ দাশগুপ্তকে বদলি করার উপরে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দেয়, বদলির আদেশে যা বলা হয়েছে, ১৮ ডিসেম্বর পর্যন্ত সরকার তা কার্যকর করতে পারবে না। তার আগে, ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্যাট)-কে এই মামলা শেষ করতে হবে। সন্দীপবাবুকে অর্থ দফতর থেকে জিটিএ-তে বদলির নির্দেশ জারি করা হয় ২১ নভেম্বর। তাঁর আইনজীবী অরুণাভ ঘোষ আদালতে বলেন, বকেয়া ৩৮% মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করায় সন্দীপবাবুকে বদলি করা হয়েছে।

ক্ষতিপূরণ
উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে পশ্চিমবঙ্গের নিখোঁজ ৩৬ জনের মধ্যে ২৮ জনের নিকটাত্মীয়ের কাছে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি আট জনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের যুগ্মসচিব অমিত চৌধুরী বৃহস্পতিবার জানান, ২৮ জনের মাথাপিছু ক্ষতিপূরণের পরিমাণ সাড়ে তিন লক্ষ টাকা। তার মধ্যে প্রধামন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দু’লক্ষ এবং উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.