জনবসতিপূর্ণ এলাকার মধ্যে মদের দোকানের লাইসেন্স পাওয়া নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশের সহযোগিতায় এবং পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঘেরাও ওঠে। বৃহস্পতিবার জগৎবল্লভপুরের শঙ্করহাটি-২ পঞ্চায়েতের এই ঘটনায় স্থানীয় মানুষের অভিযোগ, হাওড়া-আমতা রাস্তার ধারে কৃষ্ণনন্দপুর গ্রামে যে জায়গায় মদের দোকানটি খুলতে চলেছে, তার কাছাকাছিই রয়েছে কৃষ্ণনরেন্দ্রপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ডাক্তারখানা, মসজিদ এবং বেশ কিছুটা দূরে শ্মশান। এই দোকানটি লাইসেন্স পাওয়ার প্রতিবাদে গণ-স্মারকলিপিও তারা জমা দিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের কাছে। সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান তৃণমূলের অনুপম ঘাঁটি বলেন, “মদের দোকানের লাইসেন্স দেওয়া পঞ্চায়েত প্রধানের এক্তিয়ারভুক্ত নয়। এ কথা সাধারণ মানুষকে বুঝিয়ে বলতেই তাঁরা ঘেরাও তুলে নেন।” অন্য দিকে, কী ভাবে ওই এলাকার মধ্যে দোকানটি লাইসেন্স পেল, সে বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
|
গুলি করে এক দুষ্কৃতীকে খুন করল বিরুদ্ধ গোষ্ঠীর লোকেরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুরের নয়াবস্তিতে। পুলিশ জানায়, মৃতের নাম অমরেন্দ্রনাথ সিংহ ওরফে মুকু (৩১)। বাড়ি ওই এলাকারই প্রভাসনগরে। আরও একটি খুনের ঘটনায় পুলিশ তাকে খুঁজছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ৩টে নাগাদ দুষ্কৃতীরা তাকে গুলি করে পালায়। মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। এক তদন্তকারী অফিসার বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই ওই যুবককে খুন করেছে বিরুদ্ধ গোষ্ঠীর লোকেরা। কারা এ কাজ করল, তা তদন্ত করে দেখা হচ্ছে।” ইদানীং হুগলির বিভিন্ন প্রান্তে অসামাজিক কাজকর্ম বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। প্রতি ক্ষেত্রেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে পুলিশের তরফে।
|
রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করার সময়ে ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃতু্যু হয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতলপুর থানার ঘাটাদিঘি গ্রামে। পুলিশ জানায় মৃতের নাম সুরজিৎ ভুঁই (১৮)। দেহটি পাঠানো হয়েছে ময়না-তদন্তে।
|
বুধবার রাতে খানাকুলের বালিপুর থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে ধরল পুলিশ। সন্দেহজনক ভাবে তাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশে খবর দেন। পুলিশ জানায়, ধৃতের নাম প্রশান্ত আদক। |