টুকরো খবর
তথ্য সুরক্ষায় উদ্যোগ মাইক্রোসফটের
গ্রাহক সুরক্ষার উপর জোর দিতে এ বার বিশেষ ব্যবস্থা নিচ্ছে মাইক্রোসফট। কোনও দেশের সরকার যাতে অনুমতি ছাড়া নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সংস্থার গ্রাহকের তথ্য হাতে না-পেতে পারে, সে বিষয়টিই নিশ্চিত করতে চাইছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। এ জন্য আরও উন্নত প্রযুক্তি ব্যবহার, গ্রাহকদের আইনি সুরক্ষা দেওয়া-সহ নানা পদক্ষেপ করতে চলেছে সংস্থা।আমেরিকা-সহ বিভিন্ন দেশের গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের উপর নজরদারি চালাচ্ছে সংশ্লিষ্ট সরকার। কয়েক মাস আগে এই খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সারা বিশ্বই। নাম জড়িয়েছিল টুইটার, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো জনপ্রিয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিরও। তার পর থেকে প্রথম তিনটি সংস্থা ইতিমধ্যে নানা ব্যবস্থা নিয়েছে। এ বার একই পথে হাঁটল মাইক্রোসফটও। সংস্থা জানিয়েছে, ওই খবর সামনে আসার পর থেকে বহু গ্রাহকই নিজেদের তথ্যের সুরক্ষা নিয়ে চিন্তিত। তাঁদের নিশ্চিত করতে এখন থেকে সরকারকে আইনি পথেই আসতে হবে বলে জোর দিয়েছে তারা। সে ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে জোর করে এই তথ্য হাতানো চলবে না।

বুথ ফেরত সমীক্ষার জেরে সেনসেক্স ছাড়াল ২১ হাজার
চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বুথ ফেরত সমীক্ষার জেরে বৃহস্পতিবার চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার। সমীক্ষায় রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও দিল্লির ভোটের ফলাফল বিজেপি-র পক্ষেই যাওয়ার ইঙ্গিত মেলায় সেনসেক্স এ দিন ২১ হাজার ছাড়িয়ে দিনের সর্বোচ্চ ২১,১৬৫.৬০ অঙ্কে ছোঁয়। আসলে শেয়ার বাজার মহল এই সমীক্ষাকে ২০১৪-র লোকসভা ভোটের ফলাফলের ইঙ্গিত বলেই মনে করছে। আর, তাদের ধারণা কেন্দ্রে বিজেপি ক্ষমতায় ফিরলে তাদের নীতি লগ্নি ও ব্যবসার পক্ষে আরও বেশি সহায়ক হবে। এই ভাবনাই বাজারকে চাঙ্গা করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিনের শেষে অবশ্য মুনাফা ঘরে তোলার তাগিদে শেয়ার বিক্রির চাপে সূচক নামে ২০,৯৫৭.৮১ পয়েন্টে। তা আগের দিনের থেকে ২৪৯ পয়েন্ট বেশি ও এক মাসে সর্বোচ্চ। বিদেশি লগ্নিকারীরা শেয়ার কিনতে ভিড় করায় টাকার চাহিদাও বেশি ছিল এ দিন। ফলে ডলারে টাকার দাম বাড়ে ৩০ পয়সা। প্রতি ডলার দাঁড়ায় ৬১.৭৫ টাকা।

টিডিএস সার্টিফিকেট
সময়ের মধ্যে গ্রাহককে উৎসে কর কাটার (টিডিএস) সার্টিফিকেট দিতে শহরাঞ্চলের সমবায় ব্যঙ্কগুলিকে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। বহু ব্যাঙ্ক সময়ে সাটিফিকেট না-দেওয়ায় সমস্যায় পড়ছেন গ্রাহক। সময়ে আয়কর রিটার্ন দিতে পারছেন না তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.