ঘড়িতে তখন রাত এগারোটা।
হোটেল সিদাদে দি গোয়ার সুইমিং পুলের এলাকাতে জমায়েত বলিউড আর টলিউডের কয়েক জন তারকা।
চলছে ডেকচেয়ার পার্টি।
অংশগ্রহণে মনোজ বাজপেয়ী, নীতু চন্দ্রা, রাইমা সেন, পাওলি এবং পরমব্রত চট্টোপাধ্যায়।
মনোজের মাথায় ফেট্টি বাঁধা। ওটা নাকি তাঁর স্টাইল স্টেটমেন্ট। “গোয়ার গরমে এই ফেট্টিটা বাঁধলে বেশ আরাম লাগে। জামার সঙ্গে ম্যাচ করে ফেট্টি বেঁধে নিই আজকাল,” বললেন মনোজ। এই প্রথম রাইমার সঙ্গে মনোজের দেখা। “আমি অনেক বার মনোজের সঙ্গে সিনেমা করার অফার পেয়েছি। কিন্তু আমাদের কোনও দিন এর আগে দেখা হয়নি। গোয়াতে একদম কাকতালীয় ভাবে ওর সঙ্গে দেখা হয়ে গেল,” বলেন রাইমা। |
কথা প্রসঙ্গে উঠে এল ধূমপানের বিষয়। তারই রেশে উঠল সিনেমার পর্দায় ‘স্মোকিং কিলস’ লেখাটা। “অদ্ভুত সব যুক্তি! যাঁরা এই তকমাটা পর্দায় লাগাতে বলেন, তাঁরা বোধ হয় মনে করেন যে, সমাজের খারাপ ব্যাপারগুলো যাতে না হয় তা সিনেমাই দেখভাল করবে। যারা সিগারেট তৈরি করছে, সেখানে কাজ না থামিয়ে সিনেমার ক্রিয়েটিভ ফ্রিডম আটকানোর কী মানে হয়?” পাল্টা প্রশ্ন করেন মনোজ।
আজকাল নাকি কিছু মহিলা সেলিব্রিটির মধ্যে নতুন ফ্যাশন হল সিগারেট না খেয়ে বিড়িতে টান দেওয়া! সমাজের মধ্যে একটা অদ্ভুত হিপোক্রেসি কাজ করে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে খারাপ, তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু মেয়েরা সিগারেট খেলে কেউ নাক সিঁটকোয় না। বিড়ি খেলে কিন্তু তা দৃষ্টি আকর্ষণ করে।
মনোজ ধূমপান করেন না। “বিড়ি ইজ জাস্ট ফর ফান হোয়েন আই অ্যাম উইথ ফ্রেন্ডস। আমি মদ্যপান করি না। শুধু বন্ধুদের সঙ্গে থাকলে ওয়াইন খাই,” বলে একটা টান দিলেন। “তবে শুনেছি বিড়ি যেহেতু হার্বাল, তাই ওটা স্বাস্থ্যের পক্ষে সিগারেটের থেকে কম ক্ষতিকারক! আমাদের সমাজে কিছু ট্যাবু রয়েছে। মেয়েরা বিড়ি খেলে হয়তো লোকে সেটা ভাল চোখে দেখে না। অদ্ভুত যুক্তিতে বিড়ি অনেকের কাছে ডাউনমার্কেট, কারণ তা সস্তা।”
মনোজ আর নীতুর সিনেমা ছাড়াও অন্য একটা যোগাযোগ আছে। “আমরা দু’জনেই বিহারি। তাই একসঙ্গে এ ভাবে পার্টি করতে দারুণ লাগছে। রাইমার রসবোধও অসাধারণ,” বললেন নীতু।
এ দিকে পরম আর মনোজের আড্ডা জমে ওঠে। এই কিছু দিন আগে একসঙ্গে একটা হিন্দি সিনেমার শু্যটিং করেছেন। নাম ‘ট্রাফিক’। দু’জনের মধ্যে বন্ধুত্ব যে বেশ গাঢ়, তা দেখেই বোঝা যায়। আচ্ছা, মনোজের সেই বিখ্যাত ‘নাঙ্গা নাচ’ দেখা যাবে নাকি পার্টিতে? |
কথাটা শুনতেই সবার কান খাড়া। ভ্রু তো কপালে উঠে গেল সঙ্গে সঙ্গে। ‘নাঙ্গা নাচ’? সে আবার কোন দেশি কথা? আতঙ্কিত হওয়ার আগেই পরম আর মনোজ সবাইকে আশ্বস্ত করলেন। ‘ট্রাফিক’য়ের শ্যুটিংয়ের সময় পরম একদিন মনোজকে বলেছিলেন যে, পরের দিনটা যদি ছুটি হয় তা হলে...কথা শেষ হওয়ার আগেই মনোজ বলেছেন, “নাঙ্গা নাচেঙ্গে!” মনোজের অভিধানে ‘নাঙ্গা নাচ’ কথা দুটোর অর্থ হল ‘লেটস পার্টি টিল উই ড্রপ,’ অর্থাৎ চূড়ান্ত ভাবে পার্টি করা! তবে সাংবাদিক ক্যামেরা নিয়ে বসে থাকলে নাকি মনোজ তাঁর ‘নাঙ্গা নাচ’ পার্টির ‘এক ঝলক’ও দেখাবেন না। “আমি ‘শপ টিল ইউ ড্রপ’ কথাটা শুনেছিলাম। কিন্তু এই প্রথম ‘পার্টি টিল ইউ ড্রপ’ ব্যাপারটাকে ‘নাঙ্গা নাচ’ বলে কাউকে ব্যাখ্যা করতে শুনলাম!” পাওলি বলেন।
এ দিকে বলিউডে জোর গুজব যে মনোজকে এর পর দেখা যাবে রণবীর সিংহের সঙ্গে। ‘দেহাতি ডিস্কো’ বলে একটা সিনেমাতে। প্রযোজক ‘ভাগ মিলখা ভাগ’ খ্যাত রাকেশ ওমপ্রকাশ মেহরা। পরিচালক গণেশ আচার্য। “আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট ইট ডিড নট ফিট ইনটু মাই স্কিম অব থিংস। আপাতত আমি স্বেচ্ছায় বেকার। দু’ মাস হল আমি আমার স্ত্রী আর বাচ্চার সঙ্গে সময় কাটাচ্ছি,” বলেন মনোজ। আর ‘নাঙ্গা নাচ’? একগাল হেসে মনোজ বললেন, “আমি ওয়াইল্ড পার্টি করি না। তবে বন্ধুরা থাকলে ব্যাপারটা জমে যায়।” |