টুকরো খবর
জানুয়ারিতে নবান্ন ঘেরাও কংগ্রেসের
সারদা কেলেঙ্কারি, শিলিগুড়ি কাণ্ডর সিবিআই তদন্তের দাবিতে আগামী জানুয়ারিতে নবান্ন ঘেরাও করবে প্রদেশ কংগ্রেস। বুধবার পূর্ব মেদিনীপুরের ময়নায় ‘মুক্তির পদযাত্রা’য় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এই ঘোষণা করেন। তিনি বলেন, “আর্থিক দুর্নীতি ও সন্ত্রাসের প্রতিবাদে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নবান্ন ঘেরাও কর্মসূচি নেওয়া হবে।” ইতিমধ্যেই বামেরাও ৮ জানুয়ারি নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছে। কংগ্রেসের কর্মসূচি কবে হবে, তা নিয়ে প্রশ্নের জবাবে প্রদীপবাবু বলেন, “হয় বামেদের আগে, নয় ওদের পরে আমরা ঘেরাও করব। একই দিনে কখনই নয়।” লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে কংগ্রেসকে আন্দোলনমুখী করার পরিকল্পনা নিয়েছেন প্রদেশ নেতৃত্ব। আন্দোলন ছাড়া দলের প্রাসঙ্গিকতা বজায় রাখা কার্যত সম্ভব নয় বলেই কংগ্রেসের একাংশের অভিমত। বিষয়টি নিয়ে দলের সহ-সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে প্রদীপবাবুদের বৈঠকও হয়েছে। দিল্লির পরামর্শে আইন শৃঙ্খলার অবনতি, সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে কংগ্রেস। এমনকী, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনার সুযোগ দেওয়ার দাবিতে কংগ্রেস বিধানসভার চলতি অধিবেশনও বয়কট করছে।

রেজিস্ট্রারের অপসারণে হাইকোর্টের স্থগিতাদেশ
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রামপদ বেরাকে অপসারণের সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। উপাচার্য কৌশিক গুপ্ত ২৫ নভেম্বর রামবাবুকে নোটিস দিয়ে বলেন, কাজ সন্তোষজনক না হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হল। রামবাবু হাইকোর্টে জানান, প্রথমে তিনি অস্থায়ী রেজিস্ট্রার ছিলেন। ২২ জানুয়ারি স্থায়ী রেজিস্ট্রার পদে ইন্টারভিউ হয়। ৮ ফেব্রুয়ারি তিনি স্থায়ী নিয়োগপত্র পান। কিন্তু ২৫ নভেম্বর অপসারণের নোটিস ধরানো হয়। বুধবার বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী উপাচার্যের সিদ্ধান্ত স্থগিত করে দেন। উপাচার্যকে ১৫ দিনের মধ্যে বক্তব্য জানাতে হবে। এক মাস পরে ফের শুনানি।

নিয়োগ মামলা
মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের সময় চারটি পদ শূন্য রাখার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুদীপ বর্মন-সহ চার প্রার্থীর মামলায় আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, চার আবেদনকারী টেট, সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা এবং সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়েছেন। তালিকায় তাঁদের নাম আগে থাকা সত্ত্বেও তাঁরা কাউন্সেলিংয়ে ডাক পাননি। বিচারপতি অশোক দাস অধিকারী মামলা শেষ না-হওয়া পর্যন্ত চারটি পদ খালি রাখার নির্দেশ দেন।

নেহরু স্মরণ
২০১৪ জওহরলাল নেহরুর ১২৫তম জন্ম বছর। সেই উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি নিচ্ছে তিনমূর্তি ভবনের নেহরু মেমোরিয়াল গ্রন্থাগার ও সংগ্রহশালার পরিচালন সমিতি এবং সোসাইটি। ওই সমিতির সদস্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানান, এই কাজে নোডাল কেন্দ্রের দায়িত্বে থাকছে এই বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, “নেহরুর ভাবধারায় ছাত্রছাত্রীর উদ্বুদ্ধ করতে আলোচনাসভা ইত্যাদি আয়োজন করা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.