টুকরো খবর
অটো নিয়ে পুলিশের বৈঠক
অটো মালিকদের সঙ্গে পুলিশের বৈঠক হল বুধবার। পুলিশের পক্ষে বৈঠকে ছিলেন ডিএসপি মনোরঞ্জন ঘোষ, কোতয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশী। পুলিশ সূত্রে খবর, অটোতে বাড়তি যাত্রী না তোলার আশ্বাস দিয়েছেন অটো মালিকেরা। সোমবার খড়্গপুর গ্রামীণের মোহনপুরে অটো উল্টে মৃত্যু হয় ৪ জনের। বাড়তি যাত্রী তোলার জন্যই দুর্ঘটনটা ঘটে। এর জেরে মঙ্গলবার সকাল থেকে অটো ধরপাকড় শুরু হয়। এ দিন বৈঠকে পুলিশ জানিয়েছে, নিয়ম না মেনে অটো চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ দিকে, বুধবার ১১ দফা দাবিতে জেলা পরিবহণ আধিকারিক প্রিয়াঞ্জন দাসের দ্বারস্থ হয় আইএনটিটিইউসি অনুমোদিত ‘মেদিনীপুর শহর অটো রিকশা শ্রমিক ইউনিয়ন’। সংগঠনের সভাপতি শশধর পলমল বলেন, “আমরা ন্যায্য কিছু দাবি জানিয়েছি।” দাবি খতিয়ে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন প্রিয়াঞ্জনবাবু।

সেতু নিয়ে জট কাটল বালিচকে
বালিচকে সেতু তৈরি নিয়ে জটিলতা কাটতে চলেছে। সেতুর জমি জরিপের দাবি তুলে কাজে বাধা দিয়েছিলেন গ্রামবাসীরা। তার জেরে গোদাবাজারে পাস্তুফি খালের উপর নতুন সেতুর কাজ বন্ধ ছিল। বুধবার ভূমি রাজস্ব এবং পূর্ত আধিকারিকরা বর্তমান জীর্ণ সেতুর পূর্ব ও পশ্চিম দিকে ৮০ ফুট জমি জরিপ করেন। পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তপন সাহা বলেন, “পুরনো সেতুর পূর্ব দিকেই নতুন সেতুটি হবে।”

পথ দুর্ঘটনায় মৃত্যু
পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। জখম আরও তিন জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বেলদার পলাশি বাসস্ট্যান্ডের কাছে বেলদা-এগরা সড়কে। মৃত ধীরেন্দ্রনাথ জানার (৫৪) বাড়ি এগরায়। ব্যবসার কাজে বেলদায় আসছিলেন তিনি। ভ্যান রিকশায় তাঁর সঙ্গে ছিলেন পটাশপুরের কানাইলাল জানা, অনিল জানা ও বেলদার বিনোদ সাহু। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান ওই প্রৌঢ়। জখমদের এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পিক-আপ ভ্যান পুলিশ আটক করেছে। চালক পলাতক।

পুলিশে রদবদল
পাঁচ থানার ওসি বদল হল। জেলা পুলিশ সূত্রে খবর, বুধবার এই সংক্রান্ত নির্দেশ বেরিয়েছে। গড়বেতা থানার ওসি হচ্ছেন হীরক বিশ্বাস, খড়্গপুর লোকাল থানায় হচ্ছেন রাজশেখর পাইন, দাসপুরে শ্যামল দাস। নারায়ণগড় থানার ওসি হচ্ছেন অভিজিৎ বিশ্বাস, সবংয়ে কৃষ্ণেন্দু হোতা। মোট ১৭ জন এসআই-এর বদলির নির্দেশ হয়েছে। সবং থানার ওসি প্রশান্ত পাঠক কোতয়ালি থানায় আসছেন। নারায়ণগড় থানার ওসি অমিত অধিকারী যাচ্ছেন শালবনিতে। জেলা পুলিশ সূত্রে খবর, এটা রুটিন বদলি।

বামেদের অবস্থান
মেয়েদের নিরাপত্তা, সারদা কাণ্ডে সিবিআই তদন্ত, খাদ্য সুরক্ষা বিল-সহ নানা দাবিতে অবস্থান করল বামেরা। বুধবার খড়্গপুর মহকুমাশাসকের কার্যালয়ে বাম ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনগুলি কর্মসূচিতে সামিল হয়। এ দিন মেদিনীপুরে শূন্যপদে নিয়োগ, বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে ১২ জুলাই কমিটি অবস্থান করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.