পশুদের নিয়ে শিবির
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সম্প্রতি প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হল সালানপুর ব্লকে। ব্লকের প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ওই কর্মসূচি হয় সালানপুরের খুদিকা প্রাইমারি স্কুলে। ব্লকের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দারা তাঁদের গবাদি পশু নিয়ে শিবিরে আসেন। পশু চিকিৎসকেরা সেগুলির স্বাস্থ্য পরীক্ষা করেন, জরুরি ওষুধও দেওয়া হয়। গবাদি পশুর প্রদর্শনী ও প্রতিযোগিতারও আয়োজন ছিল।
|
শিম্পাঞ্জির জন্য
সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক |
মানুষের মতো শিম্পাঞ্জিদেরও মত রয়েছে। আর সেই মত প্রকাশের অধিকারের দাবিতে নিউ ইয়র্কের আদালতে মামলা করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি মেনে নিয়ে কোর্ট রায় দিয়েছে, মানুষের মতোই মৌলিক অধিকার রয়েছে শিম্পাঞ্জির। আর সেটা মেনে চলতে হবে। শহরে চারটে শিম্পাঞ্জিকে বন্দি করে রাখা হয়েছিল। মূলত বিভিন্ন বিনোদনমূলক কাজে ব্যবহার করা হত এদের। তাদের দুর্দশা দেখেই মামলা করেছিল ওই সংস্থা।
|
হাতির হানায় এক মহিলার মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে চিরাং জেলায়। পুলিশ জানায়, গত রাতে বিজনির দংশিয়াপাড়া গ্রামে ঢুকে পড়ে বুনো হাতির দল। শইফুল নেসা নামে এক মহিলাকে সামনে পেয়ে হাতিরা তাঁকে পিষে মেরে ফেলে। |