টুকরো খবর
লোবায় গিয়ে সরকারের সমালোচনায় সোমেন
দল ছাড়া কার্যত সময়ের অপেক্ষা। তার আগে দুবরাজপুরের লোবায় গিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করলেন সাংসদ সোমেন মিত্র। বুধবার লোবার প্রতিবাদসভা থেকে জমি আন্দোলনে থাকা কৃষিজমি রক্ষা কমিটি ও স্থানীয় মানুষের উদ্দেশে সোমেনবাবু বলেন, “বামফ্রণ্টের সরকার পরিবর্তন করে এই সরকার মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা করেছে। তার পরেও এলাকার মানুষের ন্যায্য দাবি এবং সরকার স্বীকৃত দাবি আদায়ে মাকে কেন গুলিবিদ্ধ হতে হবে? মানুষকে কেন আক্রান্ত হতে হয়? জমি কেন চোরদের দ্বারা অধিগৃহীত হয়?
বুধবার তোলা নিজস্ব চিত্র।
এই জবাব আপনাদের চাইতে হবে। আপনাদেরই সঙ্ঘবদ্ধ হতে হবে।” স্থানীয় মানুষের আন্দোলনে তিনি তাঁদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। লোবা এলাকায় প্রস্তাবিত খোলামুখ কয়লাখনি গড়তে এসে ডিভিসি-এমটা’র জমি কেনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে এবং ন্যায্য ক্ষতিপূরণ ও পূনর্বাসনের দাবিতে ওই সংস্থার মাটি কাটার যন্ত্র আটকে কয়েক বছর ধরেই বিক্ষোভ শুরু করেছিল ‘লোবা কৃষিজমি রক্ষা কমিটি’। সেই আন্দোলন এখনও চলছে। ২০১২ সালের ৬ নভেম্বর ওই যন্ত্র উদ্ধার করতে লোবায় পুলিশি অভিযান হয়। তার জেরে পুলিশ-গ্রামবাসী খণ্ডযুদ্ধ বাধে। গুলিও চলে। পুলিশের গুলিতে বেশ কয়েক জন গ্রামবাসী আহত হন বলে অভিযোগ। এমটা সংস্থার সেই মাটি কাটার যন্ত্রটি আজও পড়ে রয়েছে লোবায়।

সমাবর্তনে প্রধান অতিথি রাষ্ট্রপতি
বিশ্বভারতীর সমাবর্তনে প্রধান অতিথি হয়ে আসছেন রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক প্রণব মুখোপাধ্যায়। আগামী ৬ ডিসেম্বর সন্ধ্যায় তিনি শান্তিনিকেতন পৌঁছবেন। ওই দিন সন্ধ্যায় বিশ্বভারতীর নাট্যঘরে পঞ্চম ইয়ুথ সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করবেন তিনি। পরের দিন সকালে বিশ্বভারতীর ভাষাবিদ্যা ভবনের নব নির্মিত ভবন উদ্বোধন করবেন প্রণববাবু। তার পরে প্রথমে উত্তরায়ণের রবীন্দ্রভবন ঘুরে উদয়ন গৃহে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবেন। এর পরেই প্রণববাবু আম্রকুঞ্জে জহর বেদীতে হওয়া সমাবর্তন উৎসবে যোগ দেবেন। বুধবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান বিশ্বভারতীর মিডিয়া ইন্টারফেস কমিটির চেয়ারপার্সন, অধ্যাপিকা সবুজকলি সেন। অধ্যাপিকা আরও জানান, ২০১২ সালে উত্তীর্ণ বিশ্বভারতীর স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ১৬৬০ জন এবং এই বছর পর্যন্ত গবেষণায় উত্তীর্ণ ২০৯ জনকে এবারের সমাবর্তনে বিশ্বভারতীর রীতি মেনে শংসাপত্র দেওয়া হবে। এ ছাড়াও সাহিত্য, কলা, সংস্কৃতির মতো একাধিক ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা হবে দেশ, বিদেশের বিশিষ্টদের। সমাবর্তন উৎসবের আগের দিন সন্ধ্যায় ইয়ুথ সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপাচার্য প্রমুখ উপস্থিত থাকবেন।

নলকূপের দাবি আদিবাসী গ্রামে
একটি নলকূপ রয়েছে। প্রয়োজন আরও দু’টি। দীর্ঘদিন দাবি জানিয়েও লাভ হয়নি। অন্তত একটি নলকূপ দেওয়া হোক, ফের এই দাবি জানালেন সাঁইথিয়ার হরিসড়া পঞ্চায়েতের বেলেমাঠ আদিবাসী পাড়ার লোকজন। ওই পাড়ার লোকেদের দাবি, যে নলকূপটি আছে, তার জল পানের উপযুক্ত নয়। গরমের সময়ে হাহাকার পড়ে যায়। সমস্যার কথা স্বীকার করে পঞ্চায়েত প্রধান, তৃণমূলের বেদন ঘোষ বলেন, “গত কয়েক দশক পঞ্চায়েতটি বামফ্রণ্টের দখলে ছিল। সমস্যা অনেক জায়গায় থেকে গিয়েছে। ওই গ্রাম-সহ এলাকার সর্বত্র জল সমস্যা মেটানোর জন্য সব রকম চেষ্টা করব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.