আচমকা ঢেউয়ের ধাক্কায় উল্টে গিয়েছিল জাহাজটি। তলিয়ে গিয়েছিল অতলান্তিক মহাসাগরের গভীরে। বাকি যাত্রীদের সঙ্গে ডুবে গিয়েছিলেন নাইজেরিয়ার বাসিন্দা হ্যারিসন ওদজেগবা ওকেনো-ও। কিন্তু ৭২ ঘণ্টার সেই ‘সলিল সমাধি’-র পরেও প্রাণে বেঁচে গিয়েছেন ওকেনো। মে মাসের সেই ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। জানা গিয়েছে, ঘটনার সময় শৌচাগারে ছিলেন তিনি। আর সৌভাগ্যবশত, পুরো জাহাজটা জলের তলায় চলে গেলেও, জল ঢোকেনি সেখানে। ফলে তৈরি হয় একটি এয়ার পকেট। সেই এয়ার পকেটের অক্সিজেনের জোগানেই তিন দিন শ্বাস নেন ওকেনো। তিন দিন পর মৃতদেহ উদ্ধার করতে নামে ডুবুরিরা। ওকেনোকে দেখে মৃতদেহ ভেবেই তাঁর হাত ধরে টেনে তুলতে যান টনি ওয়াকার। কিন্তু তাঁকে চমকে দিয়ে ওকেনোই শক্ত করে ধরেন ওই ওয়াকারের হাত। মঙ্গলবার ওয়াকার বলেন, “প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। জলের তলায়, ওই ঠান্ডায় তিন দিন পরেও এক জন বেঁচে রয়েছেন, সেটা অবিশ্বাস্য।” ওকেনো জানান, ওই তিন দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার ছিল না।
|
রক্ষণশীলতা ভেঙে গাড়ির স্টিয়ারিং ধরার পথে প্রচার চালিয়ে আরও এক ধাপ এগোল সৌদি আরবের মহিলা আন্দোলনকর্মীদের একটি সংগঠন। সংগঠনের তরফে নাসিমা-আল-সাদা বলেছেন, “এটা একটা মনে করিয়ে দেওয়া। মনে করিয়ে দেওয়া, যে আমরা আমাদের অধিকারের কথা ভুলিনি। যত দিন না অধিকার মিলছে, তত দিন আন্দোলনের পথ ছাড়ব না।” গত শুক্রবারই নিজে গাড়ি চালানোর ‘অপরাধে’ দু’জন মহিলা কর্মীর পথ আটকায় সৌদি পুলিশ। তার পর থেকেই ফের প্রচার শুরু করে মহিলাকর্মীদের ওই সংগঠনটি।
|
দুষ্কৃতী হানায় নিহত হিজবুল্লা নেতা হাসান হাওলো লক্কিস। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বেইরুটের হাদাত এলাকায় আক্রান্ত হন তিনি। সম্ভবত দু’তিন জনের একটি দুষ্কৃতী দল হামলা চালিয়েছিল। চারটি গুলি এসে লাগে লক্কিসের মাথায়-কাঁধে। হিজবুল্লার তরফে জানানো হয়েছিল, এই হামলার জন্য দায়ী ইজরায়েল। কিন্তু বুধবার সন্ধ্যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে দায় স্বীকার করেছে অন্য একটি জঙ্গি দল।
|
এক কোটিরও বেশি মূল্যে নিলাম হল ডায়ানার গাউন। পোশাকটি আদতে তৈরি করেছিলেন ডেভিড ও এলিজাবেথ ইমানুয়েল। ডায়ানার বিয়ের পোশাকও এঁদেরই হাতে তৈরি। জেমস বন্ড সিরিজের ‘দ্য লিভিং ডেলাইট’ ছবিটির প্রথম প্রদর্শনীতে এই পোশাকটিই পরেছিলেন ডায়ানা। সোনার সুতোর সূক্ষ্ম কাজ, পাথর-মুক্তো খচিত সেই গাউনটিই বুধবার নিলাম হল কেরি টেলর নিলাম ঘরে।
|
তেজস্ক্রিয় রাসায়নিক বোঝাই একটি ট্রাক চুরি ঘিরে বাড়ছে আশঙ্কা। সোমবার মেক্সিকোয় তিজুয়ানার একটি হাসপাতাল থেকে চিকিৎসায় ব্যবহৃত কিছু বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ নিয়ে মেক্সিকো সিটিতে আসছিল ট্রাকটি। পৌঁছনোর কিছু ক্ষণ আগে হঠাৎই জিনিসপত্র সমেত উধাও হয়ে যায় সেটি। |