রোগীর পরিজনদের জন্য আনুমানিক ১৪ লক্ষ টাকা ব্যয়ে যাত্রী নিবাস তৈরি হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। সাংসদ তহবিলের টাকা থেকে ওই ভবন তৈরি হয়। অথচ বুধবার যাত্রীনিবাসের উদ্বোধনে ওই সাংসদকেই আমন্ত্রণ না জানিয়ে বিতর্কে জড়াল হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্ধমান পূর্ব লোকসভার সিপিএমের সাংসদ অনুপ সাহা গত বছর কাটোয়া মহকুমা হাসপাতালে যাত্রী নিবাস তৈরির জন্য সাংসদ তহবিল থেকে ১৪ লক্ষ টাকা বরাদ্দ করেন। হাসপাতালের তৎকালীন সুপার সোমনাথ মুখোপাধ্যায়ের আমলে ভবনটির নির্মাণ শেষ হয়। কয়েকদিন আগে ওই ভবনে জলের পাইপ লাইনের কাজ সম্পূর্ণ করে পূর্ত দফতর। তারপরেই রোগী কল্যাণ সমিতির বৈঠকে ওই যাত্রী নিবাসের উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদকে আমন্ত্রণ জানানো হবে বলে বৈঠকে আলোচনাও হয়।
|
নবনির্মিত যাত্রীনিবাস। —নিজস্ব চিত্র। |
কিন্তু তারপরেও এমনটা হল কীভাবে? উদ্বোধন করতে আসা জেলা সভাধিপতি দেবু টুডুর জবাব, “এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করুন।” আর সুপার বার্ণামান টুডু আমতা আমতা করে বলেন, “জানানো হয়েছিল মনে হয়।”
তবে অনুপবাবু এ দিন মোবাইলে বলেন, “আমাকে কোনও ভাবেই আমন্ত্রণ জানানো হয়নি। আজ যাত্রী নিবাসের উদ্বোধন হচ্ছে তাও জানা ছিল না।” সিপিএমের কাটোয়া জোনাল সম্পাদক অঞ্জন চট্টোপাধ্যায়েরও ক্ষোভ, ‘‘যে সাংসদের তহবিল থেকে যাত্রী নিবাস তৈরি হল, তাঁকেই আমন্ত্রণ জানানো হল না, ভাবা যায়!” হাসপাতাল কর্তৃপক্ষের কাজে ক্ষুব্ধ চিকিৎসকদেরও একটা অংশও। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলার কর্মাধ্যক্ষ গোলাম জার্জিস, পিঙ্কি সাহা প্রমুখেরাও। |