জমি লিজ দেওয়ার দাবি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ডিএসপি-র আবাসন এবং জমি লিজ দেওয়ার দাবিতে বুধবার নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল দুর্গাপুর ইস্পাতের শ্রমিক সংগঠনগুলির সম্মিলিত কমিটি। ডিএসপি-র আইএনটিইউসি নেতা দেবাশিস চৌধুরী জানান, ডিএসপির মোট কোয়ার্টার ১৯১৪১টি। এর মধ্যে কারখানার কর্মীদের ৫৭৫১টি লিজ এবং ২৯০২টির লাইসেন্স দিয়েছে ডিএসপি। এছাড়া অন্যান্য ক্ষেত্রে চাকরি করা ১৩৫৭ জনকে ডিএসপি কোয়ার্টার ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, বহিরাগতদের অনেকে ডিএসপির কোয়ার্টার দখল করে রেখেছে। ডিএসপির জমি দখল করেও ব্যবহার করছে। তাঁদের দাবি, অবিলম্বে সেই সমস্ত কোয়ার্টার এবং জমি দখলমুক্ত করে ডিএসপির কর্মীদের লিজ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
|
উৎপাদন চালুর দাবি কুলটিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুলটি কারখানায় পুরোমাত্রায় উৎপাদন চালুর দাবিতে শহরের বিস্তীর্ণ এলাকায় পদযাত্রা করলেন সাধারণ নাগরিকেরা। বরাকর থেকে কয়েকশো নাগরিকের এই পদযাত্রা শেষ হয় হয় কুলটির থানা মোড়ে। বুধবার এই পদযাত্রায় যোগ দেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরীও। নাগরিকদের দাবি, কারখানায় পুরোমাত্রায় উৎপাদন চালু হলে কুলটির অর্থনীতির বদল ঘটবে। এলাকার বেকার যুবকদেরও আর্থিক সংস্থান হবে।
|
বধূ নির্যাতনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে কুলটির বালতোড়িয়া থেকে এক যুবককে গ্রেফতার করেছে আসানসোল মহিলা থানার পুলিশ। ধৃতের ওয়াসিম আনসারি। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন তার স্ত্রী নাজিমূল খাতুন। নাজিমূলের অভিযোগ, গত ২৭ অগস্ট শ্বশুরবাড়ির লোকজনেরা মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তাঁকে। অভিযোগ পেয়ে তাঁর স্বামীকে ধরে পুলিশ।
|
প্রকল্প পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সালানপুরের নানা প্রকল্পের কাজ দেখতে মঙ্গলবার থেকে এলাকায় হাজির মহকুমাশাসক অমিতাভ দাস। ডালমিয়া সেচ প্রকল্প, সালানপুর জল প্রকল্প ছাড়াও কুসুমকামালিস, জিৎপুর এলাকায় নানা প্রকল্প নিরীক্ষণ করেন।
|
ধৃত কর্মী ও এজেন্ট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি বেআইনি লগ্নি সংস্থার সঙ্গে যুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের তিন জন ওই সংস্থার এজেন্ট এবং বাকি দু’জন অফিসের মহিলা কর্মী। জেলাশাসকের নির্দেশে সোমবার ওই সংস্থার দুর্গাপুরের অফিসটি সিল করে দিয়েছিল পুলিশ।
|
জিতল বড়থল
নিজস্ব সংবাদদতা • হীরাপুর |
নববিকাশ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বুধবার জয়ী হল বড়থল আদিবাসী কৃষক সমিতি। পুরনো হাট নববিকাশ মাঠের একপেশে খেলায় তারা আড়াডাঙা এমবিজিকে ৫-০ গোলে হারায়।
|
হারল রানিগঞ্জ
নিজস্ব সংবাদাদাতা • অন্ডাল |
উখড়া আমরা সবাই ক্লাব আয়োজিত ক্রিকেটে প্রথম সেমিফাইনালে জয়ী হয় অন্ডাল সিসি। বুধবার উখড়া পূজারি মাঠে রানিগঞ্জ একাদশকে হারিয়ে তারা ফাইনালে ওঠে। |