টুকরো খবর |
দুই নাবালক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
উদ্দেশ্যহীন ভাবে রেল স্টেশনে ঘুরতে থাকা দুই বালককে রেল পুলিশের সহযোগিতায় উদ্ধার করল চাইল্ড লাইন। সোমবার রাতে খড়্গপুর স্টেশনে ঘুরতে থাকা ওই দুই বালককে উদ্ধার করা হয়। বছর বারোর ফুল দাস ও শিবনাথ দাসের বাড়ি বিহারের দারভাঙ্গার গয়াঘাটে। এ দিন ওই উদ্দেশ্যহীনভাবে দুই বালককে স্টেশনে ঘুরতে দেখে চাইল্ড লাইনের প্রতিনিধিরা রেল পুলিশে জানায়। রেল পুলিশ তাঁদের উদ্ধার করে জানতে পারে ওই নাবালকরা বিহারে যাবে। রেল পুলিশের আইসি আশিস রায় জানান, “ওঁরা এখানে কিছু দিন আগে কাজে এসেছিল বলে জানিয়েছে। সেখান থেকেই বাড়ি যাবে ভেবেছিল। আমরা ওই দুই নাবালককে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছি।”
|
টেট-প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট পরীক্ষার নামে প্রহসনের প্রতিকার, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধে পদক্ষেপ-সহ নানা দাবিতে মঙ্গলবার খড়্গপুর কলেজের সামনে পথসভা করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ছিলেন এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, খড়্গপুর শহর জোনাল সম্পাদক রাজীব মণ্ডল। সভায় প্রশ্ন তোলা হয়, টেট পরীক্ষার্থীদের মধ্যে ১.০৭ শতাংশকে পাশ করানোর উদ্দেশ্য কী, কেনই বা সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয়েছিল। এসএফআইয়ের জেলা সম্পাদক বলেন, “শিক্ষা ক্ষেত্রেও দখলদারির রাজনীতি চলছে। তারই প্রতিবাদে এই কর্মসূচি।”
|
পথে যুব কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমিক হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে প্রতীকি অবরোধ করল জেলা যুব কংগ্রেস। মঙ্গলবার বিকেলে খড়্গপুরের ওটি রোডের ইন্দা মোড়ের কাছে ১৫ মিনিট প্রতীকী অবরোধ করা হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যুব সহ-সভাপতি অমিত পাণ্ডে, খড়্গপুর টাউন ছাত্র পরিষদের সভাপতি অরিত্র দে প্রমুখ। |
|