অবাঞ্ছিত কল, এসএমএসে ট্রাই জরিমানা কমাল
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
গ্রাহকদের কাছে অবাঞ্ছিত কল ও এসএমএসের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম পরিষেবা সংস্থার উপর জরিমানার অঙ্ক কিছুটা কমাল ট্রাই। টেলিকম নিয়ন্ত্রক জানিয়েছে, প্রতি সপ্তাহে একটি পরিষেবা সংস্থা মারফত এ ধরনের কল ও এসএমএস মিলিয়ে ৫০টি পর্যন্ত নালিশের জন্য কোনও জরিমানা আদায় হবে না। আগে প্রতিটি নালিশের জন্য জরিমানা ছিল ৫ হাজার টাকা। চলতি ২০১৩-র ১৬ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এখন থেকে সপ্তাহে ৫০টির বেশি নালিশের জন্য জরিমানা হবে ১ হাজার টাকা করে। ৩০০টি পর্যন্ত নালিশের জন্য নেওয়া হবে একই অঙ্কের জরিমানা। ৩০১ থেকে ৭০০টি নালিশের প্রতিটির জন্য ২ হাজার টাকা এবং তার বেশি সংখ্যক নালিশ এলে প্রতিটির জন্য ৫ হাজার টাকা করে জরিমানা নেওয়া হবে। টেলি পরিষেবা সংস্থাগুলি অবাঞ্ছিত কল, এসএমএস ঠেকাতে আন্তরিক ভাবে উদ্যোগী হওয়াতেই ট্রাইয়ের এই সিদ্ধান্ত।
পুরনো খবর: অবাঞ্ছিত কলে বিপুল জরিমানা করবে ট্রাই
|
ভারতে অ্যাপলের নয়া আই প্যাড
নিজস্ব প্রতিবেদন |
চলতি সপ্তাহেই ভারতের বাজারে আসতে চলেছে অ্যাপলের নতুন আই প্যাড এয়ার এবং আই প্যাড মিনি। সংশ্লিষ্ট সূত্রে খবর, ওয়াই-ফাই প্রযুক্তি এবং রেটিনা ডিস্প্লে-সহ ১৬ জিবির আই প্যাড মিনির দাম শুরু হচ্ছে প্রায় ২৯ হাজার টাকা থেকে। আর ওই একই বৈশিষ্ট্যযুক্ত ৯.৭ ইঞ্চির আই প্যাড এয়ারের দাম শুরু হচ্ছে প্রায় ৩৬ হাজার টাকা থেকে।
|
টেলিকম নিয়ে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
টেলিকম শিল্পের ক্ষেত্রে সংস্থা সংযুক্তি ও অধিগ্রহণ সংক্রান্ত নয়া নিয়মে সায় দিল কেন্দ্রের ভারপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠী। মঙ্গলবার অর্থমন্ত্রী চিদম্বরমের নেতৃত্বাধীন ওই মন্ত্রিগোষ্ঠীর সায় পাওয়ার পর এ বার বিষয়টি সংসদে অনুমোদনের জন্য পাঠানো হবে। এ দিন ৪০৩ মেগাহার্ৎজ টু-জি স্পেকট্রাম নিলামেও সায় দিয়েছে তারা।
|
চলতি অর্থবর্ষে এ পর্যন্ত অনুৎপাদক সম্পদের পরিমাণ ৮০০ কোটি টাকা কমানো সম্ভব হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শীঘ্রই তা আরও ৬০০ কোটি টাকা কমানো হবে বলে তাদের দাবি। পাশাপাশি ব্যবসার অঙ্কও ছাড়িয়েছে ২ লক্ষ কোটির মাইলফলক। ব্যাঙ্কের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও ৯.৪৮% ছুঁয়েছে, যা যথেষ্ট বলেই দাবি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির। বাসেল৩ নীতি মেনে তারাই প্রথম টিয়ার২ মূলধন হিসেবে ৫০০ কোটি টাকা এই অর্থবর্ষে সংগ্রহ করেছে বলে দাবি ব্যাঙ্কের। শীঘ্রই কেন্দ্রের কাছ থেকে ৭০০ কোটি টাকা মূলধনও পাবে তারা। |