‘রামধনু’র রঙে হঠাৎ করেই যেন যোগ হল আর এক রং।
ঋতুপর্ণা সেনগুপ্তের বদলে ছবিতে এলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর সব চেয়ে আশ্চর্যের বিষয় এমন একটা ঘটনা ঘটল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে। যেখানে তাঁর আগের ছবিগুলো, যেমন ‘অলীক সুখ’ ‘মুক্তধারা’য় দাপিয়ে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। ‘রামধনু’তে তাঁর সঙ্গে ছিলেন গার্গী রায় চৌধুরীও। ঋতুপর্ণার বদলে রচনার অভিনয়ে ‘রামধনু’র শু্যটিং শুরু ১৬ ডিসেম্বর। ঋতুপর্ণা বলেছিলেন, “এ ছবির চিত্রনাট্য আমার এখনও ঠিকঠাক পড়া হয়নি।” |
আর অন্য দিকে শিবপ্রসাদ জানালেন রচনার সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে। ডেট
দিতে না পারার জন্য? নাকি আর কোনও কারণ? কেন ঋতুপর্ণা ‘রামধনু’তে নেই সেটা অবশ্যই একটা প্রশ্ন হয়ে রইল।
এ ছবিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের আসাটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। রচনা অনেক দিন ধরেই ‘নিউ এজ’ বাংলা ছবিতে কাজ করার জন্য উদগ্রীব হয়ে ছিলেন। |
লাবণ্য— কঙ্কণা সেনশর্মা। শিলং পাহাড়ে।
|
কেটি— স্বস্তিকা মুখোপাধ্যায়।
|
রাহুল বসুর সঙ্গে পরিচালক সুমন মুখোপাধ্যায়।
|