টুকরো খবর
চিকিৎসায় গাফিলতিতে শিশু-মৃত্যুর অভিযোগ
চিকিৎসার গাফিলতিতে শিশু-মৃত্যুর অভিযোগ উঠল নার্সিংহোমের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘাটাল শহরের কুশপাতায় ওই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘাটাল শহরের সাত নম্বর ওয়ার্ডের সিংহপুরের মাস পাঁচেকের শিশু পঞ্চানন আদককে শ্বাসকষ্ট এবং জ্বর নিয়ে শুক্রবার রাতে শহরেরই এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করান পরিজনরা। পরিজনদের অভিযোগ, রবিবার সকাল পঞ্চাননের শ্বাসকষ্ট চললেও, বিষয়টিকে গুরুত্ব দেননি নাসিংহোম কর্তৃপক্ষ। পঞ্চাননের বাবা হারাধন আদক বলেন, “ছেলের কষ্ট হচ্ছে বুঝতে পেরে নার্সিংহোমের লোকজনদের বলি। ডাক্তারবাবুকেও ডাকতে বলি। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ গুরুত্ব দেননি।” শিশুটির এক আত্মীয়া তথা ঘাটাল পুরসভার কাউন্সিলার শেফালি আদক বলেন, “নার্সিংহোম কর্তৃপক্ষ একটু নজর দিলে এই অঘটন ঘটত না।” শিশুমৃত্যুর কথা জানতে পেরে নার্সিংহোম পরিদর্শনে আসেন জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ মিলেছে। আপাতত ওই নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।” যদিও চিকিৎসক বিমান বর্মনের দাবি, “চিকিৎসায় ত্রুটি ছিল না।” একই বক্তব্য নার্সিংহোমের মালিক অশোক মাইতিরও। ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, “ শহরে একের পর নার্সিংহোম গজিয়ে উঠেছে। সরকারি নিয়ম মেনে সেগুলি চলছে কি না-তা দেখতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অনুরোধ করেছি।”

এডস নিয়ে সচেতনতা বৃদ্ধির ডাক পদযাত্রায়
বিশ্ব এডস দিবসে মেদিনীপুর শহরে পদযাত্রা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
বিশ্ব এডস দিবস উপলক্ষে স্বাস্থ্য দফতরের উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরে পদযাত্রা হয়। পরে ছিল এক অনুষ্ঠান। সেখানে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথবাবুই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এ দিন সকালে জেলা পরিষদ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য-কর্তারা জানান, কী কী ভাবে এডসের সংক্রমণ দেখা দিতে পারে। এডস আক্রান্তদের প্রতি কোনওরকম বৈষম্য করা উচিত নয়, ইত্যাদি। অন্য দিকে, মেদিনীপুরের আশোক নগরের মাঙ্গলিকী মহিলা সমিতির পক্ষ থেকে রবিবার বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এই উপলক্ষে আশোকনগরে সমিতির দুর্গা মন্ডপে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে ২৭ জন রক্তদান করেন। তথ্যে জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরেও এইচআইভি সংক্রামিতের সংখ্যা বাড়ছে। ২০১০ সালে আগে যেখানে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৪০। সেখানে ২০১৩ সালে তা হয়েছে ১৩৫৪।

হাসপাতালে লিফট বিকল
এক মাসেরও বেশি সময় রামপুরহাট মহকুমা হাসপাতালে একটি লিফটের খারাপ থাকার জন্য রোগী থেকে রোগীর আত্মীয়-পরিজন, চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মী সকলেই সমস্যায় পড়েছেন। বর্তমানে একটি লিফটের উপর চাপ পড়ে যাওয়ায় জরুরী পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে সকলকেই। হাসপাতালের প্রথম তলায় অপারেশন থিয়েটার, দোতলায় মহিলা ও প্রসূতি বিভাগ, তিন তলায় পুরুষ ও শিশু বিভাগ আছে। হাসপাতাল সুপার হিমাদ্রি হালদার বলেন, “লিফটি দেখভাল করে হাসপাতালের ভিতরে থাকা পূর্তদফতরের বিদ্যুৎ বিভাগ। তাদের নজরে একাধিকবার বিষয়টি আনা হয়েছিল। দিন পনেরো আগে লিফটের একটি যন্ত্র চুরি হয়ে যায়। নতুন ওই যন্ত্র না বসানো পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে না।” পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার প্রিয়ঙ্কর মাজি বলেন, “লিফট দেখভাল করেন বিদ্যুৎ বিভাগের সহকারী বাস্তুকার। এ ব্যাপারে যা করার ওই দফতর করবে।”

রক্তদান শিবির
বিশ্ব এডস দিবস উপলক্ষে রবিবার কাঁথি ক্লাবের উদ্যোগে এডস সচেতনতা দিবস ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ দিন কাঁথি ব্লাড ব্যাঙ্কের সহায়তায় আয়োজিত রক্তদান শিবিরে ৬৮ জন রক্তদান করেন।

চিকিত্‌সা শিবির
চোখের ছানি এবং রক্তের শ্রেণি নির্ণয় শিবির হল চিচুড়িয়া সুভাষ সমিতি ক্লাব প্রাঙ্গণে। চিচুড়িয়া অঞ্চল তৃণমূল যুবার উদ্যোগে এবং রানিগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শনিবার এই শিবির হয়। ২১৮ জনের চোখ পরীক্ষা করে ৭৮ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য চিহ্নিত করা হয়।

অ্যাম্বুল্যান্স পরিষেবা
অ্যাম্বুল্যান্সের পরিষেবা দেওয়ার কাজ শুরু করল নাগরাকাটা পঞ্চায়েত সমিতি। রবিবার সমিতি আংরাভাসা ২ নম্বর পঞ্চায়েতের ধূমপাড়া ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে অ্যাম্বুলেন্সটি তুলে দিয়েছে। এ দিন থেকেই পরিষেবার কাজও শুরু হয়েছে বলে সমিতি জানিয়েছে। অক্টোবরে মাটিগাড়ায় এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘জীবন সাথী’ প্রকল্পের অ্যাম্বুলেন্সটি নাগরাকাটা পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছিলেন।

এড্স সচেতনতা মিছিল
জেলা স্বাস্থ্য দফতর এবং জেলা এড্স প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দফতরের উদ্যোগে রবিবার বিশ্ব এড্স দিবসে পুরুলিয়া শহর পরিক্রমা করল একটি পদযাত্রা। পদযাত্রার সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রবালকান্তি মাইতি ও মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ। ঝালদার কুশি রেল-ক্রসিং ময়দানে কুশি-পাপড়াহুড়ুম-গাড়াকুশি এড্স সচেতনতা সংস্থার উদ্যোগে এ দিন বাংলা ও ঝাড়খণ্ডের ১৬টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এড্সের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যেই এই প্রতিযোগিতা।

এড্স সচেতনতা মিছিল
অন্ডালের বাঁকোলায় পড়ুয়াদের মিছিলের ছবিটি তুলেছেন ওমপ্রকাশ সিংহ।
বিশ্ব এড্স দিবস উপলক্ষে রবিবার নানা অনুষ্ঠান হল শিল্পাঞ্চল জুড়ে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে এড্স বিষয়ক সচেতনতা গড়তে মিছিল হয়। ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান নিখিল বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের রাঁচি কলোনিতেও মিছিল হয়। ক্ষুদিরাম মাঠে সমাবেশও হয়। ছিল বিনামূল্যে রক্তের শ্রেণি নির্ণয়ের ব্যবস্থা। আসানসোলেও মিছিল হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.