ধৃত ৫ পরীক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আবগারি দফতরের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় মোবাইলের মাধ্যমে প্রশ্ন ফাঁস করার অভিযোগে পুলিশ পাঁচ পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে। রবিবার পরিদর্শকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কৃষ্ণনগর রাষ্ট্রীয় বিদ্যালয়ে হানা দিয়ে তিনজনকে পাকড়াও করে। বাকি দু’জন ধরা পড়ে সরকারি মহাবিদ্যালয় ও ডিএল রায় কলেজ থেকে। ডিএল রায় কলেজের অধ্যক্ষ সাজাহান আলি বলেন, “পরীক্ষার শেষের দিকে ওই পরীক্ষার্থীর ফোন বেজে ওঠে। তাকে জেরা করে জানা যায়, সে এসএমএস করে একটি নম্বরে নির্দিষ্ট প্রশ্নের ক্রমিক সংখ্যা পাঠাচ্ছিল। পরে তার ফোনে এসএমএসের মাধ্যমে উত্তর আসে। তারপরই পুলিশে খবর দিই।” |
কীট মারতে কেরোসিন মহাকরণে, দাবি ধৃতের |
মহাকরণে স্বরাষ্ট্র দফতরের প্রকাশনা বিভাগে কীটনাশকের সঙ্গে কেরোসিন মিশিয়ে কাজ করছিলেন তিনি। সেখানে প্রতি সপ্তাহেই তিনি এই কাজ করেন। মহাকরণে কেরোসিন ছড়ানোর ঘটনায় শনিবার গ্রেফতার হওয়ার পরে তদন্তকারীদের কাছে এ কথা জানান জ্যোতির্ময় নন্দী। তবে তদন্তকারীরা জানান, ওই ব্যক্তি মহাকরণে ঢোকার বৈধ অনুমিতপত্র দেখাতে পারেননি। তাঁর বাড়ি শ্রীরামপুরে। রবিবার ধৃতকে ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হাজতে রাখার নির্দেশ দেয় আদালত। জেরায় জ্যোতির্ময় জানান, মহাকরণের ওই বিভাগে প্রতি শুক্রবার কীটনাশক ছড়ানোর কাজ করেন তিনি। গত শুক্রবারেও ছড়িয়েছেন। তাঁর বক্তব্য, কীটনাশকের সঙ্গে কেরোসিন মেশালে ভাল কাজ হয়। পরে যাতে ওই ঘরে কীটনাশকের গন্ধ না-থাকে, সেই জন্য অবশিষ্ট কেরোসিন চটের বস্তায় মাখিয়ে রেখে দেন। এ ভাবে চটের বস্তায় কেরোসিন মাখিয়ে রেখে গেলে শনি ও রবি ছুটির পরে সোমবার দফতর খুললে কীটনাশকের গন্ধ পাওয়া যায় না। এ ভাবেই তিনি এত দিন কাজ করেছেন বলে জ্যোতির্ময়ের দাবি। |
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শতবর্ষ উদ্যাপনও জড়াল বিতর্কে! এক বছর ধরে শতবার্ষিকী পালনের জন্য এর পরে আর কী কী করা যেতে পারে, তা-ই নিয়ে নানা প্রস্তাব আসছে। শতবর্ষ উদ্যাপন কমিটির বৈঠকে রবিবার লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের পাঠানো প্রস্তাব ছিল, অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে দিয়ে বসু স্মারক বক্তৃতার আয়োজন করা হোক। অমর্ত্যবাবুর সঙ্গে বসুর কী সম্পর্ক, এই প্রশ্ন তুলে প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিয় পাত্র। পরে তিনি বৈঠকে ছিলেনও না। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের নানা দিকের কোন কোন বিষয়ে সিডি করা যেতে পারে, সেই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু প্রস্তাব দেন ‘জ্যোতি বসু ও চিট ফান্ড’ শীর্ষক প্রচারের! এমন বিষয় বাছলে বসুর সম্মানের সঙ্গে খাপ খাবে না বলে প্রতিবাদ জানান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। ক্ষুব্ধ হন বিমানবাবু। মতান্তরেই শেষ হয়ে যায় এ দিনের বৈঠক!
|