টুকরো খবর |
তৃণমূলের বিজয় মিছিল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পুরসভা নির্বাচনে সাফল্যের পর বিজয় মিছিল করে সরকারি নানা প্রকল্পের সাফল্য তুলে ধরল তৃণমূল। রবিবার বিকেলে বেলদার চেকপোস্ট থেকে থানা পর্যন্ত মিছিলটি সংগঠিত হয়। নেতৃত্বে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সূর্য অট্ট, বেলদা-২ গ্রাম পঞ্চায়েত সদস্য অমল রায়, দলের অঞ্চল সহ-সভাপতি অনাদি বারিক প্রমুখ। মিছিলের মাধ্যমে মানুষের সামনে তৃণমূল সরকারের কন্যাশ্রী, গীতাঞ্জলি, নির্মল শৌচাগারের মতো প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। সূর্যবাবু বলেন, “সাম্প্রতিক পুর-নির্বাচনে সাফল্য এসেছে। বেলদাকেও পুরসভা করার প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের প্রতি মানুষের আস্থাতে বেলদা আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এই বার্তাই মিছিলের মাধ্যমে আমরা দিতে চেয়েছি।”
|
মোগলমারি দেখলেন বিচারপতি
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মোগলমারি বৌদ্ধবিহার ঘুরে দেখলেন সস্ত্রীক কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু। ব্যক্তিগত সফরে এসে শনিবার দুপুরে মোগলমারির ওই বৌদ্ধ পুরাতাত্ত্বিকস্থল ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জেলা দায়রা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজিতকুমার ঝা, রাজ্য পুরাতত্ত্ব বিভাগের উপ অধিকর্তা অমল রায়। স্থানীয় তরুণ সেবা সঙ্ঘের পাঠাগারের মিউজিয়ামে বৌদ্ধযুগের নান মূর্তি, উৎসর্গ পাত্রের সংগ্রহও তিনি ঘুরে দেখেন। অনিরুদ্ধবাবু বলেন, “মোগলমারির এই পুরাতাত্ত্বিক নিদর্শন বাংলায় এক নতুন দিগন্ত তৈরি করেছে। স্থানীয় মানুষেরা যে এই বৌদ্ধ বিহার সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন, তা দেখে ভাল লাগল।” |
জগদীশ স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিবস পালিত হল মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙা হাইস্কুলে। এই উপলক্ষে শনিবার স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগদীশচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা। অনুষ্ঠানে বিজ্ঞানীর জীবন ও বিজ্ঞানচর্চা নিয়ে বক্তব্য রাখেন সহ-শিক্ষক সুদীপ খাঁড়া। উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গনি ইসমাইল, স্কুলের প্রধান শিক্ষক নিখিলরঞ্জন মান্না প্রমুখ।
|
স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
এআইটিইউসির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রয়াত প্রদীপ মৈত্রের স্মরণসভা হল খড়্গপুরে। রবিবার দুপুরে নিউ সেটেলমেন্টের অন্ধ্র হাইস্কুলে ওই সভার করে সিপিআইয়ের শ্রমিক সংগঠনটি। গত ১০ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হন প্রদীপবাবু। তিনি ঝাড়গ্রাম পুরসভার উপ পুরপ্রধান ছিলেন। এ দিন তাঁর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। |
|