টুকরো খবর
প্রাচীন মন্দির থেকে গয়না চুরি শ্রীরামপুরে
তালা ভেঙে প্রাচীন মন্দিরে ঢুকে বিগ্রহের অলঙ্কার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কষ্টিপাথরের শ্রীকৃষ্ণের মূর্তি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল বলেও সেবাইত পরিবারের দাবি। শনিবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর শহরে সাড়ে তিন শতকের পুরনো মদনমোহন মন্দিরে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ পারিবারিক ওই মন্দিরের পুরোহিত এসে দেখেন, দরজার তালা ভাঙা। সিংহাসনে শ্রীকৃষ্ণের মূর্তি নেই। সেটি নীচে পড়ে রয়েছে। পরিবারের সদস্য চঞ্চল মুখোপাধ্যায়ের দাবি, সোনার বালা, কোমর-বন্ধনি, রূপোর বাঁশি, অন্য একটি ছোট আকারের কৃষ্ণমূর্তির সোনার হার-সহ বেশ কিছু অলঙ্কার হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। তিনি বলেন, “যে অবস্থায় শ্রীকৃষ্ণের বিগ্রহটি পড়ে ছিল, তাতে এটা স্পষ্ট, সেটিও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। কোনও কারণে পারেনি।” পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পারিবারিক মন্দির হলেও পুজো-পার্বণে বহু সাধারণ মানুষ এই মন্দিরে আসেন। ঘটনার খবর চাউর হতে এলাকায় শোরগোল পড়ে যায়। এক তদন্তকারী পুলিশ অফিসার বলেন, “ঘটনাস্থল দেখে আমাদের মনে হয়েছে, গয়নাগাটি খোলার জন্যই শ্রীকৃষ্ণের বিগ্রহটি সিংহাসন থেকে নামানো হয়েছিল। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনটি নয়া সেতু চালু
হাওড়ায় সরস্বতী নদীর উপর সেচ দফতরের উদ্যোগে তৈরি হওয়া তিনটি পাকা সেতু সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হল শনিবার। সেচ দফতর জানায়, জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে প্রায় সাড়ে ১৬ মিটার লম্বা মণিঠাকুর শ্মশানঘাট সেতু তৈরি হয়েছে। ফলে, দক্ষিণ ঝাঁপড়দহ ও ডোমজুড়ের মধ্যে যোগাযোগ উন্নত হবে। সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে আন্দুল পূর্বপাড়া এবং মহিয়াড়ি কুন্ডুর পোল সেতু নতুন ভাবে তৈরি হয়েছে। এই দু’টি সেতুও ৬ মিটার করে চওড়া হয়েছে। দক্ষিণ ঝাঁপড়দহে অনুষ্ঠানে সেগুলির উদ্বোধন করে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে বিভিন্ন জায়গায় সেতু তৈরিতে হাত দিয়েছে সেচ দফতর। যে সমস্ত সেতুর অবস্থা খারাপ, সেগুলি নতুন করে তৈরি করা হচ্ছে। নতুন সেতুও তৈরি হচ্ছে।” অনুষ্ঠানে ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

প্রতিবন্ধী দিবস উপলক্ষে সম্মেলন
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর হাওড়া জেলা কমিটির চতুর্থ সম্মেলন হয়ে গেল উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায়। শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আগামী ৩ ডিসেম্বর ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে রাজ্যের সব প্রতিবন্ধীদের কলকাতায় যাওয়ার আহ্বান জানান কান্তিবাবু। প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম মন্ত্রী মোহন্ত চট্টোপাধ্যায়, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোহন মণ্ডল প্রমুখ।

দুর্ঘটনায় মৃত ব্যবসায়ী
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মিষ্টি ব্যবসায়ীর। শনিবার রাতে আরামবাগের মুথাডাঙা বাজারে ওই দুর্ঘটনায় মৃতের নাম সনৎ মোদক (৪৮)। বাড়ি স্থানীয় হাটবসন্তপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনৎবাবু দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। বেপরোয়া গতিতে আসা লরিটির সঙ্গে সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। লরি নিয়ে চালক পালান। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়।

শ্যামপুরে মাদ্রাসার ভোটে জয়ী তৃণমূল
অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার ছিল হাওড়া শ্যামপুরের খাজনাবাহালা হাই মাদ্রাসা পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন। এই নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের হারিয়ে ছ’টি আসনেই জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। উল্লেখ্য, এই পরিচালন সমিতি দীর্ঘ ৩০ বছর বামফ্রন্টেরই হাতে ছিল।

জয়ী আমরা সবাই
আরামবাগের বৃন্দাবনপুর মর্নিং ক্লাবের পরিচালনায় আট দলের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চণ্ডীবাটি আমরা সবাই ক্লাব। রবিবার ফাইনালে তারা ৪-৩ গোলে হারায় রিঙ্কি একাদশকে। ম্যান অব দ্য ম্যাচ হন রিঙ্কি একাদশের প্রিয়ম সিংহ। ম্যান অব দ্য সিরিজ আমরা সবাই ক্লাবের বাসুদেব নন্দী।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.