স্পট এক্সচেঞ্জ নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ন্যাশনাল স্পট এক্সচেঞ্জে লগ্নিকারীদের তহবিল থেকে যে-সংস্থা সব থেকে বেশি ঋণ নিয়েছিল, সেই মোহন ইন্ডিয়া ও তার গোষ্ঠীভুক্ত ২ সংস্থা তাবিশি এন্টারপ্রাইজ ও বৃন্দা কমোডিটি-র ৭৫ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পণ্য বাজার কেলেঙ্কারিতে তহবিল নয়ছয় প্রতিরোধ আইন অনুযায়ী এই নির্দেশ। |
দীপক কপূর আরও তিন বছরের জন্য পিডব্লিউসি ইন্ডিয়ার চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। ২০১৪-র ১ জানুয়ারি তাঁর পুরনো মেয়াদ শেষ হচ্ছে। তার পর শুরু হবে নতুন মেয়াদ। কুঞ্জল প্রসাদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জিএম হয়েছেন। তিনি কলকাতা সার্কেলে নেটওয়ার্ক ২-র দায়িত্বে থাকছেন। |
একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে রান্নার বিভিন্ন পদ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হল দুর্গাপুরের সিটি সেন্টারে। প্রতিযোগীরা কেউ ছোলার ডালের হালুয়া, কেউ বেদানার পায়েস, কেউ আবার চকোলেট পুডিং, লাল মোহন, শাহি রাবরি, মালাই মৌচাক নিয়ে হাজির হলেন। সংস্থার পক্ষে জয়িতা মিত্র জানান, রান্না করা একটা শিল্প। সুস্থ থাকার সাথে ভাল খাবারের একটা যোগাযোগ আছে। তাই এই আয়োজন। |