নাটক নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
সাঁওতালি নাটকের বিষয়বস্তু, অভিনয় ও সামাজিক জীবনে নাটকের প্রভাব-সহ নানা দিক নিয়ে দু’দিনের আলোচনা হয়ে গেল খাতড়ার গুরুসদয় মঞ্চে। শনিবার এই সভার উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সাঁওতালি অ্যাকাডেমির সহ-সভাপতি বিধায়ক দুলাল মুর্মু। সভায় হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সাঁওতালি অ্যাকডেমির অধিকর্তা ও সদস্য সচিব মলয় মুখোপাধ্যায়, উপ-সমিতির আহ্বায়ক ভবতারণ সোরেন প্রমুখ। মলয়বাবু বলেন, “সাঁওতালি নাটককে কী ভাবে আরও সুন্দর ও জনপ্রিয় করা যায়, সে জন্যই এই আলোচনাচক্রের আয়োজন করা হয়।” তিনি জানান, সাঁওতালি নাট্য সাহিত্য নিয়ে একটি ওয়েবসাইট চালুর পরিকল্পনাও রয়েছে। সভায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নাট্যকার, শিল্পী-সহ প্রায় হাজার খানেক প্রতিনিধি যোগ দিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় দাঁড়কেডি উন্নয়ন সমিতির শিল্পীরা সাঁওতালি নাচ প্রদর্শন করেন।
|
প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী পূরবী দত্ত। বয়স হয়েছিল ৮০ বছর। রবিবার বাড়ির লোক তাঁকে ডেকে সাড়া না পেয়ে চিকিৎসককে খবর দেন। ঘুমের মধ্যেই পূরবীদেবীর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে খবর। পূরবীদেবী এখন সোনারপুরে থাকতেন। বাবা বিভূতি দত্তের কাছে তাঁর সঙ্গীত জীবনের হাতেখড়ি। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সব ধরনের বাংলা গান, বিশেষত নজরুলগীতিতে তাঁর পারদর্শিতা ছিল। পরিবার সূত্রে খবর, ১৯৫২ সালে তাঁর আকাশবাণীতে গান গাওয়া শুরু। প্রথম রেকর্ড ১৯৬২ সাল নাগাদ। বহু বছর শিল্পী বিমান মুখোপাধ্যায়ের কাছেও তালিম নেন। বিভিন্ন সঙ্গীত কলেজে গানের শিক্ষক হিসাবেও কাজ করেছেন পূরবীদেবী।
|