হ্যারি পটার ভাবলেই যেমন ড্যানিয়েল র্যাডক্লিফ, কিংবা এক সময় জেমস বন্ডের কথা ভাবলেই মনে পড়ত শন কনারিকে, ঠিক তেমনই পল ওয়াকার নামটা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে ‘ব্রায়ান ও’কনার’। বলা ভাল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। গাড়ি-কেন্দ্রিক ওই ছবিটাই জড়িয়ে ছিল তাঁর গোটা ফিল্ম-কেরিয়ারে। ভাগ্যের ফেরে সেই গাড়ি দুর্ঘটনাতেই মৃত্যু হল পল ওয়াকারের। মাত্র ৪০ বছর বয়সে।
গত কাল, শনিবার একটি সেবামূলক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পল। মূলত হাইয়ান-বিধ্বস্ত ফিলিপিন্সকে সাহায্য করতেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ফিরছিলেন বন্ধুর পোর্শে গাড়িতে। দুর্ঘটনা ঘটে ফেরার পথে। পল ওয়াকারের ফেসবুক পেজ খুলতেই এ দিন ভেসে ওঠল সেই কথা। দুর্ঘটনায় অভিনেতার মৃত্যুর খবর পোস্ট করেছেন ওয়াকারের মুখপাত্র।
প্রথমে খবরটা নিয়ে ধোঁয়াশা ছিল। লস অ্যাঞ্জেলেসের উত্তরেদুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের কর্তাব্যক্তিরা। গিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছে একটি পোর্শে গাড়ি। ভিতর থেকে উদ্ধার করা হয় দু’টি নিথর দেহ। কিন্তু তাঁরা কে, সে বিষয়ে মুখ খোলেনি পুলিশ। শুধু জানা গিয়েছিল, গাড়িটা গিয়ে ধাক্কা মেরেছিল বিদ্যুতের খুঁটি আর একটা গাছে। আর তার পরেই বিস্ফোরণে জ্বলে যায় পোর্শে। লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ জানিয়েছেন, প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর ফলেই হয়তো ওই বিপর্যয়। পরে জানা যায়, গাড়িতে ছিলেন পল ওয়াকার। মৃত্যুর খবরটা আরও স্পষ্ট হয় ফেসবুকের পোস্টে। শুক্রবারও তাঁর ফেসবুক পেজ-এ ছবি পোস্ট হয়েছিল। আর পরের দিনই এল দুঃসংবাদ।
সোনালি চুল-নীল চোখের ছেলেটি নজর কেড়েছিল ২০০০ সালে, ‘দ্য স্কাল’ ছবিতে। তার পরই সুযোগ পেয়ে যান ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ। পরের অধ্যায়টা জানা সবারই। রাতের অন্ধকারে বেপরোয়া ভাবে কার-রেস। স্ট্রিট ক্লাবে মদের ফোয়ারা। গাড়ি আর মদে গা ভাসানো অপরাধীদের খুঁজে বার করতে ছদ্মবেশে অভিযানে নেমেছে রগচটা মেজাজের এফবিআই-এর গোয়েন্দা ব্রায়ান ও’কনার। অভিনয়ে পল ওয়াকার। এর পর ছ-ছ’টা সিকুয়েল, ছ-ছ’টা হিট। সেই ওয়াকারেরই গাড়ি-দুর্ঘটনায় মৃত্যু মানতে পারছেন না সহকর্মী-বন্ধুরা। বিশেষ করে, তিনি স্টিয়ারিংয়ের সামনেও ছিলেন না। বেপরোয়া ভাবে প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর কথা শোনা গেলেও, বন্ধুর গাড়িতে তিনি ছিলেন নিতান্তই এক যাত্রী। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এর পোস্ট প্রোডাকশন চলছিল। ছবির মুক্তি আসন্ন। তার আগেই এমন একটা ঘটনা, মানতে পারছে না হলিউড। ফেসবুক-টুইটারে দুঃখপ্রকাশ করেছে বলিউডও। |