নিউ ইয়র্কে লাইনচ্যুত ট্রেন, মৃত চার
সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক |
বাঁকের মুখে বেলাইন হয়ে গেল যাত্রিবাহী ট্রেন। নিউ ইয়র্কের ব্রঙ্কস অঞ্চলে ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার জন। আহত ৬৭ জন। ব্রঙ্কসের স্পুটেন ডুভিল স্টেশনের কাছে আট কামরার ট্রেনটির পাঁচটি কামরাই লাইনচ্যুত হয়ে যায়। জুলাই মাসেই ওই বাঁকের কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। মৃতদের মধ্যে দু’জনকে ট্রেনের কামরা থেকে বার করা হয়েছে। হার্লেম নদীর খুব কাছেই লাইনচ্যুত হয়েছে একটি কামরা। তাই নদীতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। ট্রেনের এক যাত্রী ফ্র্যাঙ্ক টাটুলি জানান, ট্রেনটি যথেষ্ট জোরে ছুটছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ার সময়ে মাথায় এবং ঘাড়ে আঘাত লাগলেও কোনও ক্রমে প্রাণে বেঁচেছেন তিনি। |
যাত্রিবাহী বাস খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ১২ জনের। জখম ৪০-এরও বেশি। তাঁদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম নেপালের ধানগাড়ি-ভিমদত্ত রাস্তার উপর। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায়। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। |
কয়লাখনি এলাকায় ধস নেমে মৃত্যু হয়েছে ন’ জনের। জখম দুই। বুধবার ঘটনাটি ঘটে উত্তর চিনের শানজি প্রদেশে। ১১ যাত্রী-সহ একটি গাড়ি ধসে খনিতে তলিয়ে যায়। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। |
ফুকুশিমা পরমাণু কেন্দ্রের তেজস্ত্রিয় জল পরিশোধনের ব্যবস্থাটি বন্ধ করে দেওয়া হল। জল পরিশোধনের জন্য ব্যবহৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাইপটি ফেটে যাওয়ায় তড়িঘড়ি নেওয়া হল এই সিদ্ধান্ত। |
আত্মঘাতী জঙ্গি হানায় মৃত্যু হল অন্তত পক্ষে ১২ জনের। গুরুতর জখম আরও ২৫। রবিবার বাকুবায় এক উপজাতি নেতার ছেলের শেষকৃত্যে এই হামলা হয়। |