আর জি করে ট্রমা কেয়ার ইউনিট চালু করতে ফের ভাবনা-চিন্তা শুরু করল রাজ্য সরকার। শনিবার মল্লিকবাজারে স্নায়ু চিকিৎসার একটি বেসরকারি হাসপাতাল আয়োজিত এক আলোচনাসভায় রাজ্যের স্বাস্থ্য সচিব মলয় কুমার দে এ কথা জানান।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, কয়েক বছর আগেই ওই ট্রমা কেয়ার ইউনিট তৈরির কাজ শুরু হয়। কিন্তু একটি ইউনিট চালু করতে নিউরোসার্জেন-সহ যে সংখ্যক চিকিৎসক প্রয়োজন, তা সরকারের ছিল না। ঠিক হয়েছিল, মল্লিকবাজারের ওই হাসপাতাল থেকে অভিজ্ঞ চিকিৎসক নিয়ে ইউনিটটি চালু হবে। |
তা-ও বাস্তবায়িত হয়নি। বাধা কেটে যাওয়ায় বর্তমান সরকার ফের ইউনিটটি তৈরির বিষয়ে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের নিউ ক্যাসলের ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের বিজ্ঞানীরা-সহ এ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের নিয়ে শনিবার শুরু হয়েছে আলোচনাসভাটি। চলবে ৫ তারিখ পর্যন্ত। এরই উদ্বোধনে এসে এ দিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “প্রশাসনিক জটিলতায় আর জি করের ট্রমা কেয়ার ইউনিটের কাজ বন্ধ হয়ে যায়। বাধা অতিক্রম করা গিয়েছে। শীঘ্রই ইউনিট চালুর সিদ্ধান্ত হবে।” তিনি এই বেসরকারি হাসপাতালের ট্রমা কেয়ার চিকিৎসা পদ্ধতির প্রশংসা করেন। এ দিন অনুষ্ঠানে ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ, ব্রিটিশ ডেপুটি হাই-কমিশনার স্কট ফার্সেডন।
|
অর্থের বিনিময়ে ইন্টারনেট থেকে মোবাইলে অবৈধ ভাবে গান ডাউনলোড করে দেওওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ধরল পুলিশ। শনিবার বসিরহাটের খোলাপোতা বাজারের একটি দোকান থেকে মহম্মদ মালেকুল এবং মালতিপুর বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে তয়েব আলি নামে ওই দু’জনকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি সিপিইউ, মোবাইলের দু’টি চিপ এবং কার্ড রিডার আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা রুজু করা হয়েছে। এ দিন সকালে ‘ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি’র তরফে পাঁচ জনের একটি দল বসিরহাটে আসে। পুলিশের সাহায্য নিয়ে দলটি তল্লাশি চালায়। |