মহাকরণে কেরোসিন ছড়ানোর ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় শনিবার এই তথ্য দিয়ে জানান, ওই চার জনের মধ্যে দু’এক জন সরকারি কর্মী। বাসুদেববাবু বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে কেরোসিন ছড়িয়ে আগুন লাগানোরই চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তাও একটু ঢিলেঢালা ছিল।” এ দিন সকালে ফরেন্সিক দল ঘটনাস্থল ঘুরে নমুনা সংগ্রহ করে। প্রশাসন সূত্রে খবর, প্রয়োজনে ফিংগার প্রিন্ট বিশেষজ্ঞ আনা হবে।
|
বাসভাড়া বাড়বে কি না, সেই সিদ্ধান্ত নেবে মন্ত্রিগোষ্ঠী-ই। শনিবার রাজ্যের দু’টি বাস-মালিক সংগঠনের অফিসে গিয়ে এ কথাই জানান পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “ভাড়া বাড়ানো নিয়ে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। মন্ত্রিগোষ্ঠী রয়েছে। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”
|
লোকসভা ভোটের আগে রাজ্যে দলের প্রাসঙ্গিকতা বৃদ্ধি করতে কংগ্রেস ‘মুক্তি যাত্রা’র কর্মসূচি নিয়েছে। আজ, রবিবার মেদিনীপুর থেকে যাত্রা শুরু হবে। দুই মেদিনীপুর, হাওড়ার বিভিন্ন এলাকা ঘুরে ১৩ ডিসেম্বর কলকাতায় পৌঁছবে। |