বক্সায় উদ্ধার ভালুক ছানা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
চা বাগানের নালা থেকে একটি ভালুক শাবক উদ্ধার করলেন বনকর্মীরা। শনিবার বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের বনাঞ্চল লাগোয়া কুমারগ্রাম চা বাগানের ঘটনা। বন দফতর সূত্রে খবর, চা শ্রমিকেরা কাজ করতে গিয়ে ভালুকের শাবকটিকে দেখতে পেয়ে বনদফতরে খবর দেন। বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) উপ-ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি। এক ঘণ্টার চেষ্টায় শাবকটিকে উদ্ধার করে কুমারগ্রাম রেঞ্জে নিয়ে যাওয়া হয়। উপ-ক্ষেত্র অধিকর্তা বলেন, “উদ্ধার হওয়া ভালুক শাবকটির বয়স দেড়-দু’বছর। পথ ভুলে কোনও ভাবে চা বাগানের নালায় পড়ে যায়। শারীরিক ভাবে বেশ দুর্বল ওই শাবকের চিকিৎসা শুরু হয়েছে। সুস্থ হলেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।” |
চিতাবাঘের হানায় জখম হলেন এক মহিলা। শনিবার বিকেলে ডুয়ার্সের ক্রান্তি নগরডাঙা এলাকার ঘটনা। স্থানীয় একটি চা বাগানের ঝোপ থেকে রেরিয়ে এসে চিতাবাঘটি পিঙ্কি কিস্কু নামে ওই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপরই বাঘটি ফের চা বাগানে গা ঢাকা দেয়। ওই মহিলার হাতে পায়ে চিতাবাঘের আঁচড় লাগে। তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়। |
শীতের অতিথি। লাদাখ থেকে দুবরাজপুরের হেতমপুরের সেরিনা বাঁধে
ইতিমধ্যেই
আসতে শুরু করেছে ব্রাহ্মণী হাঁসের দল। ছবি: দয়াল সেনগুপ্ত। |
সবুজ রক্ষায় সচেতনতার প্রসারে ‘অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল’ আয়োজিত
ম্যারাথনের
মহিলা বিভাগে জয়ীকে পুরস্কার দিচ্ছেন মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার।
পাশে স্কুলের অধ্যক্ষ ভিক্টর সিংহ। শনিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক। |
লাল বুক মৌটুসি। ময়নাগুড়িতে দীপঙ্কর ঘটকের তোলা ছবি। |