জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমলের মধ্যে সংঘর্ষ হল হিঙ্গলগঞ্জের বাঁকড়া ও বসিরহাটের মধ্যমপুর গ্রামে। শুক্রবার সকালে এই ঘটনায় মারধর, বোমাবাজি, ভাঙচুরও হয়। আহত চার জনকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পঞ্চায়েত সমিতির সিপিএমের সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
শুক্রবার সকালে একটি জমির দখল নিয়ে গ্রামের আকবর আলি গাজি ও আতি ঢালির লোকজনের মধ্যে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ ওঠে মধ্যমপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজি পরিবার তৃণমূল সমর্থক, আতি ঢালিরা সিপিএমের। পুলিশ জানায়, আদালতের নির্দেশে এক পক্ষ জমি দখল করতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। তাতেই গণ্ডগোল বাধে। তৃণমূলের অভিযোগ, লোকজন নিয়ে সিপিএমের আতি তাদের পরিবারের উপর চড়াও হয়। সিপিএমের বক্তব্য, এটি পারিবারিক বিবাদ। এর সঙ্গে দলের সম্পর্ক নেই।
হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় জমি নিয়ে বিবাদে পঞ্চায়েত সমিতির সিপিএম সভাপতি তপন মণ্ডলকে গাড়ি থেকে নামিয়ে ঘেরাওয়ের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, পাঁচ কাঠা জমির দখল নিয়ে দুই পরিবারের বিবাদ। দীর্ঘদিন ওই জমিতে চাষ করছেন তৃণমূল সমর্থক রামপদ মুণ্ডা। অভিযোগ, বৃহস্পতিবার তার জমির ধান কেটে নেয় সিপিএম সমর্থক রাম সর্দার। পরে পুলিশ গিয়ে সেই ধান উদ্ধার করে। সিপিএম নেতৃত্বের বক্তব্য, যে চাষ করেছে, ফসল তাঁরই। স্বরূপদহ গ্রামের ওই ঘটনায় জড়িতরা পরস্পরের আত্মীয়। তবে গাড়ি থেকে নামিয়ে সভাপতিকে হেনস্থা করা ঠিক হয়নি।” |