টুকরো খবর |
আজ মোগলমারিতে হাইকোটের্র বিচারপতি
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মোগলমারি বৌদ্ধবিহার পরিদর্শনে আসছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু। আজ, শনিবার দুপুর দু’টো নাগাদ দাঁতনের ওই পুরাস্থলে যাবেন তিনি। এটি ব্যক্তিগত পরিদর্শন বলেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই প্রত্নস্থলে ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত ছ’দফায় খনন চালিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগ। বিভাগেরই প্রয়াত অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে সেই খনন চলাকালীনই বৌদ্ধবিহারের কাঠামো আবিষ্কৃত হয়। দেড় বছর সংস্কারের অভাবে পরে থাকা প্রত্নক্ষেত্রটিতে ফের খনন ও সংরক্ষণের কাজে উদ্যোগী হয়েছে রাজ্য পুরাতত্ত্ব ও সংগ্রহালয় দফতর। সেই পুরাকীর্তি দেখতেই আজ এলাকায় আসবেন ইতিহাসপ্রেমী বিচারক অনিরুদ্ধ বসু।
পুরনো খবর: বৌদ্ধ উৎসর্গ ফলকের সন্ধান পাওয়া গেল মোগলমারি থেকে
|
কিশোরী ‘অপহরণ’, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নাবালিকা ‘অপহরণে’র অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। শুক্রবার সকালে খড়্গপুরের পোর্টারখুলি থেকে অনিল নায়েক নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভবানীপুরের বছর সতেরোর ওই কিশোরীর সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল পোর্টারখুলির বাসিন্দা অনিলের। বৃহস্পতিবার সন্ধের পরে মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে ওই নাবালিকার বাবা খড়্গপুর টাউন থানায় অনিলের নামে অপহরণের মামলা রুজু করেন। শুক্রবার ভোরে অনিলের বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের সামনে ওই কিশোরী অবশ্য অনিলের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়ে দেয়। সে বাড়িও ফিরতে চায়নি। পুলিশ দু’জনকেই মেদিনীপুর জেলা আদালতে হাজির করায়। আদালতেও কিশোরী একই কথা জানালে বিচারক তাকে মেদিনীপুরের সরকারি হোমে পাঠিয়ে দেন। আর ধৃত অনিলকে ১৪দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বন্ধুর সঙ্গে মেদিনীপুরে আসার পথে গাড়ির ধাক্কায় মত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। জখম হয়েছেন আরও দু’জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডেবরার খাসবাজারে। মৃত স্বপনকুমার সাবুদ (৫৫) পাঁশকুড়ার পীতপুরের বাসিন্দা। ওই গাড়ির চালক কলকাতার বাসিন্দা গোপাল চিনাকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ নম্বর জাতীয় সড়কে উঠে খাসবাজারের কাছে লেন পাল্টাচ্ছিলেন স্বপনবাবু। তখনই পাশে চলে আসা গাড়িটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে গুরুতর জখম হন স্বপনবাবু ও শেখ রসিদুল। পথচলতি এক ছাত্রীর পায়েও আঘাত লাগে। তিনজনকেই মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পথে মৃত্যু হয় স্বপনবাবুর।
|
বন্যা নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সংশোধিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ, দুই মেদিনীপুরে বন্যা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা, বর্ষার আগে নিকাশি খাল সম্পূর্ণ সংস্কার-সহ নানা দাবিতে শুক্রবার মেদিনীপুরে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় ‘মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন-খরা প্রতিরোধ কমিটি’। নেতৃত্ব দেন কমিটির জেলা সম্পাদক পঞ্চানন প্রধান, মধুসূদন মান্না, নারায়ণচন্দ্র নায়ক। সেচ দফতর এবং জেলাশাসকের দফতরে স্মারকলিপিও দেওয়া হয়। এ বার বন্যায় জেলায় প্রায় ৪৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। কমিটির বক্তব্য, নিকাশিখালগুলো সময়মতো সংস্কার করা হলে পরিস্থিতি এতটা খারাপ হত না।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় স্তরের সেমিনার হল বুধবার। বিষয়: ‘প্রাক্-উপনিবেশ ও ঔপনিবেশিক যুগে ভারতে রাষ্ট্র, সমাজ, ধর্ম ও অর্থনীতি’। ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়িদ জাহির হাসান জাফরি, আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি আতাহার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রধান সুজয়া সরকার। শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী-সহ শতাধিক প্রতিনিধি যোগ দেন।
|
বিজেপির বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরভোটের ফলাফল পর্যালোচনায় বৈঠক করল বিজেপি। শুক্রবার মেদিনীপুরে দলের জেলা কার্যালয়ে এই বৈঠকে ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, দলের শহর সভাপতি অরূপ দাস। বিজেপির বক্তব্য, আগের থেকে ফল ভাল হয়েছে। ২০০৮ সালে ৬টি ওয়ার্ডে দলের প্রার্থীরা ৫৩০টি ভোট পেয়েছিলেন। এ বার ১৪টি ওয়ার্ডে দলীয় প্রার্থীরা ৩,৪০০টি ভোট পেয়েছেন।
|
|