হাতির দাপট
নিজস্ব সংবাদদাতা • ঝালদা |
এলাকায় এসে দু’টি দল জোট বেঁধেছিল আগেই। বুধবার সন্ধ্যায় সুবর্ণরেখা নদী পার হয়ে ঝাড়খণ্ড থেকে ফের একটি হাতির দল ঢুকে পড়েছে ঝালদা ১ ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় হেঁসলা, পুস্তি, কণকপুর, কর্মাডি, ঘসড়া এলাকায় হেঁসলা পাহাড়ের কাছে দিন কয়েক আগেই ঝালদা ২ ব্লকের মুরগুমা ও অযোধ্যা পাহাড় থেকে যথাক্রমে ২২টি ও ১৩টি হাতি হেঁসলা এলাকায় চলে এসেছিল। বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে আরও ১৫টি হাতির পাল ওই এলাকাতেই ঢুকেছে। সব মিলিয়ে গোটা পঞ্চাশটি হাতি বুধবার থেকেই এলাকা দাপাতে শুরু করেছে। হেঁসলার বাসিন্দা সমীর কুইরি বলেন, “আগে একটা বড় দল ঘাঁটি গেড়ে ছিলই। এ বার নতুন করে আরও হাতি ঢুকে ফসল তছনছ করছে।” |
বন্ধ্যা নদী। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইয়ে মজে যাচ্ছে রূপনারায়ণ। বাড়ছে দূষণ। ক্রমশ
সঙ্কীর্ণ হচ্ছে নদীর গতিপথ। মজে যাওয়া নদীর চরে তৈরি হচ্ছে হোগলার জঙ্গল। নদীর
ছাইগোলা জলে
ইলিশের ঝাঁক আসার পরিমাণও কমে গিয়েছে। ছবি: পার্থপ্রতিম দাস।
|
কয়েক দিন আগেই পুরসভার নির্দেশে খুলে ফেলা হয়েছিল শহরের বেশ কিছু হোর্ডিং, ফ্লেক্স। তারপরেও
শহরের জিটি
রোডে তোরণ নির্মাণ করে বিজ্ঞাপন দিচ্ছে বেশ কিছু সংস্থা। উপ-পুরপ্রধান
জানিয়েছেন,
বিষয়টি নিয়ে পুরসভায় শীঘ্র আলোচনা করা হবে। —নিজস্ব চিত্র। |