|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
মানুষ ও পরিবেশের সংঘাত |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল প্রদীপ চৌধুরী, চিন্ময় চক্রবর্তী ও প্রদীপ মজুমদার, পল্লব দাসের সম্মেলক প্রদর্শনী। প্রথম তিন জন অ্যাক্রিলিকে, চতুর্থ জন অস্বচ্ছ জলরঙে এঁকেছেন। প্রদীপ মজুমদারের একটি মুখাবয়বের ছবিতে অভিব্যক্তিবাদী আঙ্গিকের সঙ্গে ঘনকবাদী জ্যামিতির সম্মিলন ঘটেছে। |
|
বাকি ছবিতে তাঁর ভাবনা মানুষ ও পরিবেশের সংঘাত নিয়ে। প্রদীপ মজুমদার তাঁর পরিচিত লৌকিকের ভিত্তি থেকে সরে এসে এ বার বিমূর্তায়িত নিসর্গ নিয়ে কাজ করেছেন। পল্লবের ছবিগুলি বিশ্লিষ্ট অবয়বের কল্পরূপাত্মক আঙ্গিকে সামাজিক সংকটকে প্রতীকায়িত করেছে। |
প্রদর্শনী
চলছে
কেমোল্ড: দিলীপ দাস আজ শেষ।
বিড়লা অ্যাকাডেমি: বিশ্ব বসু, তাপস দাস কাল শেষ।
অভিজিৎ, মানস প্রমুখ কাল শেষ।
অ্যাকাডেমি: ‘কনট্রিভেন্স’-এর প্রদর্শনী ২ পর্যন্ত।
অর্পণ ভৌমিক ২ ডিসেম্বর পর্যন্ত। মতিলাল চক্রবর্তী ২ ডিসেম্বর পর্যন্ত।
আইসিসিআর: সৌমিত্র কর, প্রাণগোপাল ঘোষ, সুজাতা খাস্তগির প্রমুখ ৩ পর্যন্ত।
গ্যালারি ৭৯: অতনু, অভীক ৪ পর্যন্ত। |
|
|
|
|
|