মনোরোগীদের পাশে রাজ্যপাল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মানসিক রোগীদের সাহায্যের জন্য যাঁরা কাজ করেন তাঁদের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানালেন রাজ্যপাল এম কে নারায়ণন। মঙ্গলবার দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরে এক স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মানসিক রোগীদের চিকিত্সাকেন্দ্রের একটি ভবনের উদ্বোধন করেন রাজ্যপাল। |
মনোরোগের চিকিত্সায় সচেতনতার প্রসার চান রাজ্যপাল।—নিজস্ব চিত্র। |
তিনি বলেন, “মানসিক রোগীর ভাল চিকিত্সাব্যবস্থা প্রয়োজন। এ নিয়ে সংসদে একটি বিলও আসছে।” তাঁর আরও বক্তব্য, এ জন্য সরকারি-বেসরকারি সব সাহায্যেরই প্রয়োজন। বিষ্ণুপুরের চিকিত্সাকেন্দ্রটি ঘুরে দেখেন রাজ্যপাল। রোগীদের সঙ্গেও কথা বলেন। স্বেচ্ছাসেবী সংস্থার চিকিত্সক ও সম্পাদক তাপস রায় বলেন, “কেন্দ্রীয় সংস্থা ‘ভেল’-এর সহায়তায় ভবনটি নির্মিত।” সংস্থা সূত্রে খবর, ২০০৩-এ চিকিত্সাকেন্দ্রটি তৈরি হয়। এখানে মোট ৬৫টি শয্যা রয়েছে। কোল ইন্ডিয়া ও ওএনজিসি-র সহায়তায় চিকিত্সাকেন্দ্রের আরও কয়েকটি ভবন তৈরি হয়েছে।
|
সিক নিউবর্ন স্টেবিলাইজিং ইউনিটের উদ্বোধন হল জলপাইগুড়ির বেলাকোবা ব্লক হাসপাতালে। বিএমওএইচ শুভদীপ বিশ্বাস এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক পৃথা সরকার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার এবং উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিশ্বজিৎ রায়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন, “স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামেরও ব্যবস্থা করেছে। খুব শীঘ্রই জেলা স্বাস্থ্য দফতর ‘রেডিয়ান্ট ওয়ার্মার’ এবং ‘অক্সিজেন কনসেনট্রেটর’-এর ব্যবস্থা করবে।”
|
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হলেন কয়েকজন ছাত্রছাত্রী। কাজিরাঙা বিশ্ববিদ্যালয়ে। পুলিশ জানায়, যোরহাটের ওই বিশ্ববিদ্যালয়ে রাতের খাবার খেয়ে কয়েকজনের বমি শুরু হয়। ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। |