বাড়ি বাঁকুড়ার ইন্দাসে। নিখোঁজ হলেন মিজোরামের জঙ্গল থেকে। দীপ মণ্ডল নামে ওই নিখোঁজ বাঙালি যুবক দিল্লির সংস্থা টেলিকম নেটওয়ার্ক সলিউশনসের কর্মী। সম্প্রতি কলকাতা থেকে গুয়াহাটিতে বদলি হন। গত শুক্রবার মিজোরামের মামিট জেলায় তুইপুইবাড়ির জঙ্গলে একটি মোবাইল টাওয়ার পরীক্ষা করতে গিয়েছিলেন। তার পর থেকে তাঁর খোঁজ নেই। পুলিশ জানিয়েছে, দীপের সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালক সাং লিয়ান থাঙ্গা। তাঁরও সন্ধান মিলছে না।
তদন্ত শুরু করেছে মিজোরাম পুলিশ। যেখানে ঘটনাটি ঘটেছে, সেই এলাকা ত্রিপুরার সীমানা-ঘেঁষা। তদন্তকারী অফিসার, মিজোরাম পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের ইনস্পেক্টর টান পুইয়া জানান, ন্যাশনাল লিবারেশন ফোর্স অব ত্রিপুরা (এনএলএফটি-বিশ্বমোহন গোষ্ঠী)-র জঙ্গিরা দীপ এবং তাঁর সঙ্গীকে অপহরণ করেছে বলেই মনে করছেন তাঁরা। মঙ্গলবার মিজোরাম থেকে ফোনে পুইয়া বলেন, “গত জুনেও ওই জায়গা থেকে এক বাঙালি প্রযুক্তিবিদ নিখোঁজ হয়ে যান। পরে জানা যায়, এনএলএফটি জঙ্গিরা তাঁকে অপহরণ করেছিল। মনে হচ্ছে, এ বারেও তেমনই কিছু ঘটেছে।” সে-বার সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ নিয়ে প্রযুক্তিবিদকে ছেড়েছিল জঙ্গিরা। পুলিশের সন্দেহ, দীপকে অপহরণ করে সম্ভবত বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে।
দীপের সংস্থার কর্তা জিতেশ ওয়াধওয়া এ দিন বলেন, “এখনও পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোনও ফোন পাইনি আমরা। দীপ যে-টাওয়ার সারাতে গিয়েছিলেন, সেটি ছিল এয়ারটেল সংস্থার। হতে পারে, দীপকে ভুল করে ওই সংস্থার কর্মী ভেবে সেখানেও মুক্তিপণের ফোন যেতে পারে। তাই এয়ারটেলের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা।” জিতেশের দাবি, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর সঙ্গে দীপের কথা হয়। দীপ নিখোঁজ হওয়ার পরে আশপাশের এলাকার মানুষের সঙ্গে কথা বলে জিতেশ জানতে পারেন, শুক্রবার সকালে জঙ্গলের কাছে গাড়ি দাঁড় করিয়ে চালককে নিয়ে দীপ জঙ্গলে ঢোকেন। সেখানে মোবাইল টাওয়ার সারানোর কাজ শেষও করেন তিনি। রাতে জঙ্গলের ভিতরে স্থানীয় কোনও লোকের বাড়িতে থেকে যান। শনিবার সকালে তিনি যখন ফিরছিলেন, তখনই অপহরণের ঘটনা ঘটেছে।
দীপ নিখোঁজ হওয়ার পরে জঙ্গলের পাশে গাম্বা নামে একটি জায়গায় গাড়িটি পাওয়া গিয়েছে। জিতেশ বলেন, “গাড়ি ওখানে থাকার কথা ছিল না। দীপ তুইপুইবাড়ি দিয়ে জঙ্গলে ঢুকেছিলেন। মনে হয়, শনিবার জঙ্গল থেকে বেরিয়ে তিনি গাড়ির কাছেই আসেন। সম্ভবত তখন অপহরণকারীরা তাঁর সঙ্গেই ছিল। সেই গাড়ি তুইপুইবাড়ি থেকে গাম্বায় নিয়ে যাওয়া হয়। গাড়িটি সেখানে ফেলে দীপ ও চালককে নিয়ে অপহরণকারীরা জঙ্গলে ঢুকে যায়।” মিজোরাম পুলিশ জানায়, যেখানে গাড়ি পাওয়া গিয়েছে, সেখানে সিসিটিভি ছিল। তাতেই ধরা পড়েছে, শনিবার সকালে সেই গাড়ি থেকে কারা নেমেছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনই জানাতে চাইছে না পুলিশ। |