বহরমপুর প্রবীণসভার মুখপত্র ‘গোধূলিবেলা’র জুলাই-সেপ্টেম্বর সংখ্যাটি প্রকাশিত হয়েছে। ওই সংখ্যায় ৬টি প্রবন্ধ, ১টি গল্প ও ৪টি কবিতা প্রকাশিত হয়েছে। লেখক তালিকায় রয়েছেন জহর সেন, রামপ্রসাদ পাল, সুদিন চট্টোপাধ্যায়, সৈয়দ খালেদ নৌমান প্রমুখ।
নবগ্রামের পাঁচগ্রাম থেকে প্রকাশিত হল রাজেশ চট্টোপাধ্যায় সম্পাদিত ‘নবপল্লব’ সাহিত্য পত্রিকা। ৬৪ পৃষ্ঠার ওই সংখ্যার লেখক তালিকায় কয়েকজন প্রবীণ থাকলেও অধিকাংশই বয়সে তরুণ ও কলেজ পড়ুয়া। পত্রিকাটির উদ্যোক্তারাও তরুণ প্রজন্মের।
মৌসুমী হালদার সম্পাদিত ‘মহার্ণব’ পত্রিকার শারদীয় সংখ্যা প্রকাশিত হয়েছে। বহরমপুর থেকে প্রকাশিত ওই সংখ্যায় রয়েছে কবি উৎপলকুমার গুপ্ত, নারায়ণ ঘোষ, নাসের হোসেন, সমীরণ ঘোষ প্রমুখের কবিতা। রয়েছে প্রজ্ঞাপারমিতা, ক্ষিতি দত্ত, সুশান্ত বিশ্বাস প্রমুখের প্রবন্ধ।
|
গত রবিবার সন্ধ্যায় নদিয়ার শিমুরালি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দে স্মরণ অনুষ্ঠান। আয়োজক সংস্থা শিমুরালি বিধানচন্দ্র রায় মেমোরিয়াল সোসাইটি। শিল্পীর প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিল্পীর জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতালের সুপার নিরুপম বিশ্বাস, আয়োজক সংস্থার সভাপতি পশুপতি অধিকারী প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন অরুণ রায় মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, শুভাশিস সাহা, অরুণ সরকার-সহ অনেকে।
|
বহরমপুর থেকে প্রকাশিত সৈয়দ খালেদ নৌমান সম্পাদিত ‘অর্কেস্ট্রা’র ২৪তম বর্ষের প্রথম সংখ্যাটি ‘সিরাজ সংখ্যা’ হিসাবে প্রকাশিত হয়েছে। বহরমপুর থেকে প্রকাশিত ‘অর্কেস্ট্রা’র ওই সংখ্যাটি সম্প্রতি প্রয়াত সিরাজ সহধর্মিণী কবি হাসনে আরার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। পত্রিকার অক্টোবর সংখ্যায় রয়েছে সিরাজের ৫টি গল্প, অপ্রকাশিত ১০টি কবিতা এবং অগ্রন্থিত ৭টি প্রবন্ধ। সিরাজের উপন্যাস, প্রবন্ধ ও ছোটগল্প সর্ম্পকিত দুই বাংলার ১৬ জন প্রবন্ধকারের আলোচনা রয়েছে ‘সিরাজ সংখ্যা’য়।
|
গত ১৯ নভেম্বর রঘুনাথগঞ্জে ইগনুর জঙ্গিপুর রিজিওনাল (বীরভূম, মুর্শিদাবাদ ও মালদহের ১১টি স্টাডি সেন্টার নিয়ে গঠিত) অফিসে হল ইগনুর ২৮ তম প্রতিষ্ঠা বর্ষপূর্তি ও প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জন্মদিন পালন অনুষ্ঠান। ইগনুর জিয়াগঞ্জ স্টাডি সেন্টারের অধ্যাপক গিরিধারী সাহা বলেন, “অনুষ্ঠানে ইগনুর জঙ্গিপুর অঞ্চলের অধিকর্তা সোমা সী শ্রীনিবাস প্রতিষ্ঠানের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। ইগনুর জঙ্গিপুর অঞ্চলের সহ-নিবন্ধক জে পি ওঝাকে পুরস্কৃত করা হয়।” |